‘ত্বকী হত্যা’র বিচার চাইলেন অধ্যাপক মামুন মাহমুদ
লাইভ নারায়ণগঞ্জ: বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ ত্বকী হত্যার বিচার চেয়েছেন। শুক্রবার বিকেল ৪টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় এলাকায় সৌদি-বাংলা শপিং কমপ্লেক্স সংলগ্ন এলাকায়, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজিত এক সমাবেশে তিনি ওই হত্যার বিচার চায়।
অধ্যাপক মামুন মাহমুদ বলেন, নারায়ণগঞ্জে অনেক হত্যা হয়েছে ত্বকীসহ অনেক হত্যা। শিল্প নগরী হিসেবে পরিচিত এই নারায়ণগঞ্জকে যারা কলঙ্কিত করেছেন। তাদের বিচার বাংলার মাটিতে হতে হবে। মেধাবী ছাত্র ত্বকী হত্যাকাণ্ড ও সাত খুনের জড়িতদের বিচার এই দেশেই আমরা দেখতে চাই। খুনিদের ঠিকানা বাংলাদেশ হবে না।
সমাবেশে ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি উকিল উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক মেহেদী হাসান ফারহানের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন, বিএনপি‘র ১ নং ওয়ার্ড সভাপতি গাজী মনির, নং ওয়ার্ড সভাপতি২ জাহাঙ্গীর হোসেন, ৩ নং ওয়ার্ড সভাপতি আফজাল হোসেন, ৪নং ওয়ার্ড সভাপতি শ্যামল, ৬ নং ওয়ার্ড সভাপতি মনির হোসেন, ৭ নং ওয়ার্ড সভাপতি মোশাররফ হোসেন, ৮ নং ওয়ার্ড সভাপতি শামসুদ্দিন, ৯নং ওয়ার্ড সভাপতি বাবুল প্রধান, ১০ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক লিয়াকত আলী লেকু, – ৭ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক জাহাঙ্গীর, ৮ নং ওয়ার্ড ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুম প্রধান, ৯ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক রাকিবুল দেওয়ান, নারায়ণগঞ্জ জেলা বিএনপি সাবেক যুগ্ন আহবায়ক লুৎফর রহমান খোকা, সাবেক আইন বিষয়ক সম্পাদক এড. শাহ-আলম মানিক, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি আহবায়ক সদস্য মাসুদুর রহমান মাসুদ, বিএনপি নেতা হারুন মাস্টার, মিন্না, কামাল ভুইয়া, গুলজার, মোজাম্মেল, মোস্তাফিজুর রহমান শাহিন, আলাউদ্দিন, সালাউদ্দিন, কাওসার, জামাল, আজাদ, সুজনসহ যুবদল, সেচ্ছাসেবক দল, তাঁতীদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।