ত্বকী হত্যার দেড়শ মাস: বিচারের দাবিতে আলোক প্রজ্বালন সোমবার
লাইভ নারায়ণগঞ্জ: বহুল আলোচিত তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার বিচার বন্ধ থাকার ১৫০ মাস পূর্ণ হলো আজ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দীর্ঘ সাড়ে এগারো বছর ধরে এ বিচার প্রক্রিয়া বন্ধ করে রেখেছিল বলে অভিযোগ রয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিচার প্রক্রিয়া পুনরায় শুরু করলেও, তদন্তের উল্লেখযোগ্য অগ্রগতি নিয়ে প্রশ্ন উঠেছে। দেশের বিচারহীনতা ও বৈষম্যমূলক বিচার ব্যবস্থার এক জ্বলন্ত উদাহরণ হিসেবে ত্বকী হত্যাকাণ্ড বিবেচিত হচ্ছে।
ত্বকীর মৃত্যুর দেড়শ মাস পূর্তি উপলক্ষে তার এবং অন্যান্য সকল হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আগামীকাল, সোমবার (৮ সেপ্টেম্বর), সন্ধ্যা সাড়ে ৬টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে একটি আলোক প্রজ্বালন কর্মসূচি অনুষ্ঠিত হবে। আয়োজকদের পক্ষ থেকে এই কর্মসূচিতে সবাইকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।