বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৬, ২০২৫
Led04সোশ্যাল মিডিয়া

ত্বকীসহ সকল হত্যার বিচারের দাবিতে শনিবার আলোকপ্রজ্বালন

লাইভ নারায়ণগঞ্জ: তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১৪৩ মাস, সাথে সাথে একটি বিচারহীনতারও ১৪৩ মাস বৃহস্পতিবার। ত্বকী সহ সকল হত্যার বিচারের দাবিতে আলোকপ্রজ্বালন করা হবে। শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ওই আলোকপ্রজ্বালন কর্মসুচি অনুষ্ঠিত হবে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১৪৩ মাস, সাথে সাথে একটি বিচারহীনতারও ১৪৩ মাস। গত ৫ আগস্ট শেখ হাসিনা শাসনের অবসান হলেও এ হত্যার তদন্ত শেষে অভিযোগপত্র এখনো আদালতে পেশ করা হয় নাই। দেশে এইটি বিচারহীনতা ও রাষ্ট্রের বৈষম্য মূলক বিচার ব্যবস্থার একটি নগ্ন উদাহরণ।
ত্বকী হত্যার ১৪৩ মাস উপলক্ষে ত্বকীসহ সকল হত্যার বিচারের দাবিতে আগামী ৮ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার সন্ধ্যা ছয়টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এক আলোকপ্রজ্বালন কর্মসুচি অনুষ্ঠিত হবে।

RSS
Follow by Email