বুধবার, ডিসেম্বর ২৫, ২০২৪
Led05ফতুল্লাশিক্ষা

তোলারাম কলেজের নবীন বরণ মঙ্গলবার

লাইভ নারায়ণগঞ্জ: আগামী মঙ্গলবার (৪ জুন) সরকারি তোলারাম কলেজের নবীন বরণ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৩০ মে) এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি জানান সরকারি তোলারাম কলেজের ভিপি হাবিবুর রহমান রিয়াদ।

৪ জুন সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে নবীন বরণ অনুষ্ঠিত হবে।

এর আগে, গত ২৮ মে নবীন বরণ অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় রিমালের কারনে তা স্থগিত করে কলেজ কতৃপক্ষ।

নবীন বরণ অনুষ্ঠানে মধ্যমনি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। এছাড়া সাংস্কিৃতিক অনুষ্ঠানে নবীনদের মন মাতাতে আসছে জনপ্রিয় মিউজিক্যাল ব্যান্ড আর্ক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা মহিলা সংস্থার সভাপতি সালমা ওসমান লিপি।

RSS
Follow by Email