তোফাজ্জল সাংবাদিক নয়, ছাত্র নেতাও ছিল: মাও. মঈননুদ্দিন
লাইভ নারায়ণগঞ্জ: ‘তোফাজ্জল সাংবাদিক নয়, ছাত্র নেতাও ছিল। তবে সাংবাদিক হিসেবে পরিচিত বেশি ছিল।’ বলে মন্তব্য করেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈননুদ্দিন আহমাদ । রবিবার (৫ জানুয়ারি) নগরীর থানা পুকুরপাড় মসজিদে, দৈনিক ইয়াদের সম্পাদক প্রয়াত সাংবাদিক তোফাজ্জল হোসনের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়ায় তিনি এসব কথা বলেন।
মাওলানা মঈননুদ্দিন আহমাদ বলেন, সে খুব সাহসী মানুষ ছিল। মানুষ হিসেবে আমরা জানি না কখন আমাদের সমাপ্তি হবে। অনেক কিছু অজানা বিষয়ের প্রতি বিশ্বাস হলেও ঈমান। তোফাজ্জল একজন ঈমানদার লোক ছিলেন। হকের কথা বলতে গিয়ে কে রাগ করলো সেই চিন্তা সে কখনো করে নি। কেউ মারা গেলে তার ভালো কাজগুলো নিয়ে আলোচনায় করাই হলো দোয়া। আল্লাহ যেন তার ভুল ত্রুটি মাফ করে দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন, মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানাসহ রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতাকর্মী ও সাংবাদিকবৃন্দ।