তেল ডাকাতি চক্রের ‘সিন্ডিকেট প্রধান’ নারায়ণগঞ্জে আটক
লাইভ নারায়ণগঞ্জ: তিনটি চাঞ্চল্যকর তেল ডাকাতি মামলার পলাতক আসামি ও একটি সিন্ডিকেটের ‘প্রধান’ মোঃ বাবুল হোসেন (৪২)-কে নারায়ণগঞ্জ থেকে আটক করেছে র্যাব-১১। তার বিরুদ্ধে ৬০ ড্রাম ভোজ্যতেলসহ ট্রাক ছিনতাই, ৭৫ ব্যারেল সয়াবিন তেলসহ ট্রাক ডাকাতি এবং ৭৫ ড্রাম পামওয়েল ভর্তি ট্রাক ডাকাতির অভিযোগ রয়েছে। র্যাবের দাবি, সে এই তেল বিক্রির সিন্ডিকেটের প্রধান।
বিভিন্ন সূত্রে র্যাব জানায়, এ বছরের ১১ মে পুষ্টি ওয়েল কোম্পানির ৬০ ড্রাম ভোজ্যতেল নিয়ে একটি ট্রাক রূপগঞ্জ থেকে খুলনার দিকে যাচ্ছিল। কাশিয়ানী উপজেলায় ট্রাকটির গতি রোধ করে ডাকাত দল চালক ও সহযোগীকে মারধর করে। তাদের হাত-পা বেঁধে ফেলে ট্রাকটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। পরে তাদের ফরিদপুরের ভাঙ্গা থানার মালিগ্রাম এলাকায় ফেলে ট্রাকটি নিয়ে পালায়। এ ঘটনায় ১২ মে কাশিয়ানী থানায় একটি মামলা হয়। পরে মুন্সিগঞ্জের গজারিয়া থেকে ছিনতাই হওয়া ট্রাকটি উদ্ধার করা হয়, তবে পুরো তেল পাওয়া যায়নি।
একইভাবে, ২১ মে রাতে ভাঙ্গা থানা এলাকার মহাসড়কে একদল ডাকাত তেলভর্তি একটি ট্রাক ডাকাতি করে। এ ঘটনায় ডাকাত শাহাদাত হোসেন ও তার সহযোগী সাব্বির আহমেদকে নারায়ণগঞ্জ এলাকা থেকে আটক করে পুলিশ। তাদের তথ্যের ভিত্তিতে তেলসহ ট্রাক উদ্ধার করা হয়। এ সময় ৭৫ ব্যারেলের মধ্যে মাত্র ৩৭ ব্যারেল সয়াবিন তেল জব্দ হয়।
অপরদিকে, গত ২১ জুন রাতে নারায়ণগঞ্জের মেঘনা ফ্রেশ অয়েল মিলস থেকে ৭৫ ড্রাম পামওয়েল নিয়ে একটি ট্রাক নাটোরের দিকে যাচ্ছিল। ট্রাকটি যমুনা সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের চরভাবনা এলাকায় পৌঁছালে একদল ডাকাত চালক ও সহকারীকে অস্ত্রের মুখে জিম্মি করে। তারা প্রায় ৫৯ লাখ টাকা মূল্যের ৭৫ ড্রাম তেলসহ ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ট্রাকটির মালিক যমুনা সেতু পূর্ব থানায় মামলা করেন। পরে ডিবির একটি দল সিদ্ধিরগঞ্জের এসও রোড থেকে রুবেলকে এবং ঢাকার ডেমরার সারুলিয়া থেকে বাবুকে আটক করে। তাদের কাছ থেকে লুণ্ঠিত পামওয়েল, ডাকাতি হওয়া ট্রাক, র্যাবের পোশাক সদৃশ জ্যাকেট এবং ওয়াকিটকি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
র্যাব-১১ অপস্ অফিসার মো. গোলাম মোর্শেদ’র সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, এইসব ঘটনায় নারায়ণগঞ্জের সোনারগাঁও ও রূপগঞ্জের নাম উঠে আসে। এরপর র্যাব-১১ এসব ঘটনায় ছায়া তদন্ত শুরু করে। এর ধারাবাহিকতায় র্যাব-১১ এর একটি অভিযানিক দল রবিবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় সোনারগাঁও মেঘনা ইকোনোমিক জোন এলাকায় অভিযান চালায়। এই অভিযানে উল্লিখিত মামলার তদন্তে পলাতক আসামি মো. বাবুল হোসেন (৪২)-কে আটক করা হয়। সে সোনারগাঁওয়ের নাগেরগাঁও এলাকার জয়নাল আবেদীনের ছেলে।
র্যাব আরও জানায়, আটককৃত বাবুল হোসেন গোপালগঞ্জের কাশিয়ানী থেকে ৬০ ড্রাম ভোজ্যতেলসহ ট্রাক ছিনতাই, ফরিদপুরের ভাঙ্গায় ৭৫ ব্যারেল সয়াবিন তেলসহ ট্রাক ডাকাতি এবং টাঙ্গাইলে ৭৫ ড্রাম পামওয়েল ভর্তি ট্রাক ডাকাতির চাঞ্চল্যকর ঘটনাগুলোতে ডাকাতি করা তেল বিক্রির সিন্ডিকেট প্রধান। আটককৃত আসামির বিরুদ্ধে জালিয়াতির মামলাও রয়েছে। আটককৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফরিদপুরের ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।