শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
জেলাজুড়েফতুল্লারাজনীতি

তৃষ্ণার্থদের পাশে অটোরিক্সা চালক শ্রমিক ইউনিয়ন

লাইভ নারায়ণগঞ্জ: তৃতীয় দিনেও তীব্র গরমে তৃষ্ণার্থ সাধারন মানুষ ও পরিবহন শ্রমিকদের মাঝে শরবত বিতরন কর্মসুচি পালন করেছে নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিক্সা চালক শ্রমিক ইউনিয়ন। বুধবার (২৪ এপ্রিল) পঞ্চবটী ট্রাফিক বক্সের সামনে টিআই হারুন এর সার্বিক ব্যবস্থাপনায় এ কর্মসুচি পালন করা হয়।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিক্সা চালক শ্রমিক ইউনিয়ন এর সহসভাপতি আবদুল জাব্বার,অর্থ সম্পাদক মো.আনোয়ারুল কবীর ও শ্রমিকলীগ নেতা মো.নিজাম প্রধান প্রমুখ।

এ সময় নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিক্সা চালক শ্রমিক ইউনিয়ন এর সহসভাপতি আবদুল জাব্বার বলেন,অসহনীয় তীব্র গরমে রাস্তায় চলাচলকারী প্রতিটি শ্রমিক ও সাধারন মানুষের পিপাসা মেটানোর জন্য আমাদের নেতা কেন্দ্রীয় শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ কাউসার আহমেদ পলাশ ভাইয়ের নির্দেশে আমাদের এ আয়োজন। মানুষ মানুষের জন্য এ কথাটি আমরা আমাদের মাঝে বিদ্যমান রাখতে চাই। তিনি আরও বলেন,গতকালও আমরা ছিলাম এবং যতদিন পর্যন্ত এ তীব্র গরম থাকবে ততদিন পর্যন্ত আমাদের এ কার্যক্রম চালিয়ে যাবো ইনশাআল্লাহ।

RSS
Follow by Email