সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
Led04রাজনীতিসদর

তৃতীয় দফায় অবরোধের সমর্থনে টিপুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

লাইভ নারায়ণগঞ্জ: তৃতীয় দফায় বিএনপি’র ডাকা ৪৮ ঘন্টা অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে মঙ্গলবার (৬ নভেম্বর) সন্ধ্যার দিকে নগরীর নিমতলা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।

পরে, বিক্ষোভ মিছিলটি ডালপট্টি দিয়ে নিতাইগঞ্জ হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, বন্দর থানা বিএনপি’র সভাপতি শাহেনশাহ আহম্মেদ, সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, মহানগর বিএনপি’র সদস্য বরকত উল্লাহ, বন্দর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা, বিএনপি শেখ সেলিম আহমেদ, নাসির উল্লাহ টিপু, আল আরিফ, মহসিন উল্লাহ, আল আমিন, জাহিদ হোসেন, সাইফুল ইসলাম বাবু, সানোয়ার হোসেন, শিপলু সাদিক, মহাসিন মিয়া, পলাশ প্রধান, পলাশ প্রধান, শ্রমিক দল নেতা লিটন সেলিম হোসেন, বিল্লাল হোসেন প্রমুখ।

উল্লেখ্য, সরকারের পদত্যাগ, নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে আগামী বুধবার (৮ অক্টোবর) ভোর ৬টা থেকে শুক্রবার (১০ অক্টোবর) ভোর ৬টা পর্যন্ত অবরোধ ঘোষণা করেছে বিএনপি।

RSS
Follow by Email