মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫
Led05রাজনীতি

তৃণমূল বিএনপির মনোনয়নপত্র তোলায় বহিষ্কার ২ আইনজীবী

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দুই আইনজীবীকে প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তৃণমূল বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করায় তাদের বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ জাকির সই করা এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

বহিষ্কৃত দুই আইনজীবী হলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সহসাংগঠনিক সম্পাদক আলী হোসাইন ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ভাসানী।

এ বিষয়ে বহিষ্কৃত আইনজীবী আব্দুল হামিদ ভাসানী ভূইয়া বলেন, ‘বিজ্ঞপ্তিতে যে পদের কথা উল্লেখ করা হয়েছে আমি কখনো ওই পদে ছিলাম না। আমি মনোনয়ন ফরম সংগ্রহ করেছি বলেই হিংসা করে বহিষ্কার নামে এ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। যারা এ বিজ্ঞপ্তি দিয়েছেন আমি তাদের বিরুদ্ধে মানহানি মামলা করবো।’

আইনজীবী আলী হোসাইন বলেন, ‘আমি আইনজীবী ফোরামের কোনো পদে ছিলাম না। আমাদের মানহানি করার জন্যই এ চিঠি দিয়েছে। আমরা তাদের বিরুদ্ধে মামলা করবো।’

তবে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ জাকির বলেন, ‌‘বিজ্ঞপ্তিতে যে পদের কথা উল্লেখ করা হয়েছে তারা সেই পদে ছিলেন। এখন বহিষ্কারের পর তারা যদি অস্বীকার করেন তাহলে কিছু বলার নেই। আর যদি তারা মামলা করেন তাহলে আমরা সে বিষয়টি আইনগতভাবে মোকাবিলা করবো।’

তৃণমূল বিএনপি থেকে নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আইনজীবী আব্দুর হামিদ ভাসানী। একইসঙ্গে নারায়ণগঞ্জ-৪ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আইনজীবী আলী হোসাইন। গত ২০ নভেম্বর তৃণমূল বিএনপির মহাসচিব আইনজীবী তৈমূর আলম খন্দকারের কাছ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন তারা।

RSS
Follow by Email