রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
Led04জেলাজুড়েবন্দররাজনীতি

তৃণমূলের নেতাকর্মীরা রশিদ-সানুকে সমর্থণ দিচ্ছি: কাউন্সিলর আফজাল

লাইভ নারায়ণগঞ্জ: বন্দর উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ মে) বিকেল ৫টায় বন্দর উপজেলার তিনগাঁও মিনার বাড়ি এলাকায় বন্দর উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়। উপজেলা জাতীয় পার্টির সভাপতি বাচ্চু মিয়ার সভাপতিত্বে কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা।

কর্মীসভায় নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আফজাল হোসেন বলেন, তৃণমূল পর্যায়ের আমরা নেতাকর্মীরা মিলে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিদোদ্ধা সেলিম ওসমানের সাথে মতবিনিময় করেছি। কাকে বন্দর উপজেলা পরিষদের নির্বাচনে সমর্থণ দিব সে নিয়ে আলোচনা করেছি। যারা বন্দরবাসীর কল্যাণে কাজ করে তাকেই আমরা সমর্থণ দিব।

তিনি বলেন, আমি বলতে চাই আমরা তৃণমূলের নেতাকর্মীরা রশিদ ভাইকে ও সানু ভাইকে সমর্থণ করছি। তারাই উন্নয়নের ধারা বজায় রাখতে পারবেন। পাশাপামি এও বলতে চাই, যারা জাতীয় পার্টির নামকে ব্যবহার করে নিজের স্বার্থ হাসিল করছেন তারা সাবধান হয়ে যান।

RSS
Follow by Email