তুহিন হত্যার প্রতিবাদে সদর উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন, পরিবারের দায়িত্ব নেওয়ার দাবি
লাইভ নারায়ণগঞ্জ: “আর কোনো সাংবাদিকের ওপর নির্যাতন নয়, আর কোনো তুহিনের মতো পরিণতি দেখতে চাই না”—এমন স্লোগানে উত্তাল ছিল নারায়ণগঞ্জ জেলা পরিষদ প্রাঙ্গণ। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে সোমবার (১১ আগস্ট) বিকেলে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রেসক্লাব। এ সময় বক্তারা তুহিনের হত্যাকারীদের দ্রুত বিচার এবং তার পরিবারের দায়িত্ব রাষ্ট্রকে নেওয়ার দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশে সাংবাদিকদের ওপর নির্যাতন ও নিপীড়ন সহ্য করা হবে না। তুহিনের এই নির্মম হত্যাকাণ্ড পুরো সাংবাদিক সমাজের জন্য এক অশনি সংকেত। তারা তুহিনের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং সরকারের কাছে দাবি করেন, দ্রুত সময়ের মধ্যে তুহিন হত্যার বিচার নিশ্চিত করে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একই সঙ্গে, তুহিনের পরিবারের অর্থনৈতিক দায়িত্বভার সরকারকেই গ্রহণ করতে হবে।
মানববন্ধনে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাবিলা শারমিন এবং সাধারণ সম্পাদক জিহাদ হোসেন বক্তব্য দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন মো. ইব্রাহিম, সাথী আক্তার, রুহুল আমিন মণ্ডল, তন্ময় শিকদার, মো. ফারুক দেওয়ান, মো. রাকিবুল হাসান, মেহেদী হাসান অপূর্ব, হাসান আহমেদ প্রান্ত, মো. সানি হোসেন, মো. শেখ কাউসার, মো. শামীম হোসেন, দোলা দেওয়ান, আসমা খাতুন শিরিন, মো. সিদ্দিকুর রহমান, সুমন, সামিউল, বৃষ্টি, ফাহমিদা, জুয়েল মেহেদী সহ বিভিন্ন সংবাদমাধ্যমের কর্মীরা।