সোমবার, এপ্রিল ২১, ২০২৫
Led04ফতুল্লা

তীব্র গ্যাসের গন্ধে কাঁপলো নগর, পঞ্চবটিতে ফের ফাটলো পাইপলাইন

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লার পঞ্চবটি এলাকায় উড়ালসড়ক নির্মাণকাজের সময় তিতাস গ্যাসের একটি পাইপলাইন ফেটে গিয়ে তীব্র গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ে। এ ঘটনায় এলাকায়

তৈরি হয় ব্যাপক আতঙ্ক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রবিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখে কর্তৃপক্ষ।

তিতাস গ্যাস সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় পঞ্চবটি বিসিক শিল্পনগর এলাকার পঞ্চবটি-মুক্তারপুর উড়ালসড়কের নির্মাণকাজ চলাকালে খননযন্ত্র দিয়ে মাটি খোঁড়ার সময় একটি গ্যাস পাইপলাইন ফেটে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে তিতাস গ্যাসের টেকনিক্যাল টিম এবং প্রাথমিকভাবে পাইপলাইনের ছিদ্র মেরামত করে।

তবে,পরে রোববার শহরের আল্লামা ইকবাল রোড, বাবুরাইল, গলাচিপা ও বিসিক এলাকাজুড়ে গ্যাসের তীব্র গন্ধ ছড়িয়ে পড়ে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক দেখা দেয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে দুপুর তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রেখে মেরামতের কাজ সম্পন্ন করে কর্তৃপক্ষ।

তিতাস গ্যাস ফতুল্লা আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক মশিউর রহমান জানান, ছিদ্রটি স্থায়ীভাবে মেরামতের পর বিকেল পাঁচটার দিকে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হয়। গ্যাসের গন্ধ ছড়ানোর বিষয়ে তিনি বলেন, ছিদ্র শনাক্তে ‘অডরেন্ট’ নামের একটি কেমিক্যাল ব্যবহার করা হয়। কখনো কখনো এই কেমিক্যালের মাত্রা বেশি হয়ে গেলে দুর্গন্ধ বাড়তে পারে, তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

তিনি আরও জানান, দীর্ঘদিন আগে স্থাপিত পুরোনো পাইপলাইনগুলো মাটির অনেক গভীরে রয়েছে। একেকটি লাইনের গভীরতা ২০-২৫ ফুট। এ ধরনের পাইপলাইন মেরামত করা বেশ কষ্টসাধ্য। নতুন পাইপলাইন স্থাপন ছাড়া স্থায়ী সমাধান সম্ভব নয়।

উল্লেখ্য, গত বছরের ১২ মে একই এলাকায় গ্যাস পাইপলাইন ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। তখনও উড়ালসড়কের নির্মাণকাজ চলাকালে পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে জানিয়েছিল তিতাস।

RSS
Follow by Email