বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
জেলাজুড়েসিদ্ধিরগঞ্জ

তীব্র গরমে শ্লোগান‘র বিনামূল্যে পানি ও শরবত বিতরণ

লাইভ নারায়ণগঞ্জ: তীব্র তাপদাহের মাঝে পথচারী, পরিবহন শ্রমিক ও শ্রমজীবী মানুষের মাঝে বিনামূল্যে শরবত ও বিশুদ্ধ ঠান্ডা পানি বিতরণ করেছে সামাজিক সংগঠন শ্লোগান।

সোমবার (২৯ এপ্রিল) দুপুর ১২ টায় সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় এই কর্মসূচী পালন করে শ্লোগানের স্বেচ্ছাসেবীরা। এসময় প্রায় ১ হাজার মানুষের মাঝে বিনামূল্যা পানি ও শরবত বিতরণ করা হয়।

কর্মসূচীর বিষয়ে শ্লোগানের প্রচার সম্পাদক সাবিত আল হাসান বলেন, ‘আমরা মহাসড়কের চিটাগাং রোড এলাকায় পথচারী ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে শরবত ও পানি বিতরণ করেছি। তীব্র গরমের কারনে কর্মজীবী মানুষ হাঁসফাঁস করছেন ঘরের বাইরে বেরিয়ে। এছাড়া হিট স্ট্রোক আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এমন অবস্থায় মানুষকে সেবা প্রদানের জন্য আমরা পানি ও শরবত বিতরণ করেছি। শ্লোগান সর্বদাই মানবিক কার্যক্রম পরিচালনা করে থাকে।

কর্মসূচী অন্যান্যদের ভেতর উপস্থিত ছিলেন, শ্লোগানের সাধারণ সম্পাদক সোহেল খান, সহ সম্পাদক হাসনাত জিদনী নাবিল, ত্রান বিষয়ক সম্পাদক সবুর খান, অফিস সম্পাদক সাইফুল ইসলাম সাগর, সদস্য মেহরাব প্রভাত, তামিম আহমেদ প্রমুখ স্বেচ্ছাসেবী।

RSS
Follow by Email