তিন ঘন্টা পর ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন চলাচল স্বাভাবিক
লাইভ নারায়ণগঞ্জ: ঢাকা-নারায়ণগঞ্জ রুটে প্রায় তিন ঘন্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচলা। এর আগে, বিকেল ৩টায় ফতুল্লায় ট্রেনের সাথে নাসিমনের সংঘর্ষ ঘটলে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।
ফতুল্লার স্টেশন মাস্টার কামরুল ইসলাম খান লাইভ নারায়ণগঞ্জকে জানান, ‘দুপুরে দুর্ঘটনার কারনে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চরাচল বন্ধ হয়ে পরে। কয়েক ঘন্টা বন্ধ থাকার পর ৬টা ২০ মিনিটে আবারো ট্রেন চরাচল শুরু করে।’
জানা গেছে, শনিবার বিকাল ৩টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ রেল রুটের ফতুল্লা এলাকায় ট্রেনের সাথে সিমেন্টবাহী নসিমন গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় নসিমন গাড়ি চালকের এক পা কাটা গেছে। পাশাপাশি এসময় ভটভটির আঘাতে ট্রেনের সামনে ও তেলের ট্যাংকিতে ফুটো হয়ে যায়।
তাৎক্ষণিক ভাবে আহত ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনের সামনে পড়ে সিমেন্ট বোজাই অবৈধ যান ভটভটি। এতে বিকট শব্দে চালকসহ অনেকটা দুরে ছিটকে পড়ে ভটভটি। এসময় ভটভটির আঘাত লাগে ট্রেনের সামনে ও তেলের ট্যাংকিতে। এতে ট্যাংকি ফুটো হয়ে তেল জড়ে পড়ে। তখন ট্রেনটি দুর্ঘটনাস্থলেই থেমে যায়। পরে কোন মতে ট্রেনটি ফতুল্লা রেলষ্টেশনে নেয়া হয়। অপরদিকে ভটভটির হেলপার দুর্ঘটনার আগেই ট্রেন দেখে পালিয়ে যায় কিন্তু চালক একাই চেষ্টা করছিলেন রেললাইন থেকে গাড়িটি উঠানোর। ওইসময় ট্রেন এসে ধাক্কা দেয়।