বুধবার, সেপ্টেম্বর ২৪, ২০২৫
Led05জেলাজুড়ে

তিনটি গুরুত্বপূর্ণ দাবিতে এনসিসি প্রশাসকের সঙ্গে নাগরিক আন্দোলনের বৈঠক

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের যানজট নিরসন ও জনস্বার্থ রক্ষার জন্য তিনটি গুরুত্বপূর্ণ দাবি নিয়ে নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলন সিটি কর্পোরেশনের প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহর সঙ্গে বৈঠক করেছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে নাগরিক আন্দোলনের পক্ষ থেকে একটি স্মারকলিপিও হস্তান্তর করা হয়।

স্মারকলিপিতে উত্থাপিত প্রধান দাবিগুলো হলো, কদম রসুল সেতুর পশ্চিমাংশের মুখ পরিবর্তন করা। ঢাকায় চলমান মেট্রোরেলের সঙ্গে নারায়ণগঞ্জের সংযোগ স্থাপন করা। শহরের খানপুর এলাকায় কন্টেইনার পোর্ট নির্মাণের কাজ বন্ধ রাখা।

নাগরিক আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার সময় সিটি প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ জানান, সিটি কর্পোরেশন ইতিমধ্যে এই তিনটি বিষয়েই উদ্যোগ গ্রহণ করেছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে কাজ শুরু হয়েছে এবং তিনি আশা করছেন, দ্রুতই এর সুফল পাওয়া যাবে।

স্মারকলিপিতে বলা হয়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয়ের পাঁচটি প্রকল্প চলছে, যা বিগত সরকারের আমলে কোনো আলোচনা বা মতামত ছাড়াই শুরু হয়েছিল। নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলনের আহ্বায়ক রফিউর রাব্বির মতে, এই প্রকল্পগুলোতে স্বচ্ছতা ও যথাযথ পরিকল্পনার অভাব রয়েছে। তিনি মনে করেন, অতীতের কিছু মেগা প্রকল্পের মতো এগুলোও জনকল্যাণের বদলে দুর্ভোগ সৃষ্টি করতে পারে।

কদম রসুল সেতু: স্মারকলিপিতে বলা হয়, শীতলক্ষ্যা নদীর ওপর নির্মিতব্য কদম রসুল সেতুর পশ্চিমাংশের র‍্যাম্পটি নারায়ণগঞ্জ কলেজের সামনে নেমেছে, যা বাস্তবসম্মত নয়। এটি শহরের যানজট আরও বাড়িয়ে দেবে, বিশেষ করে নারায়ণগঞ্জ কলেজ, হাইস্কুল, দিগুবাবু বাজার ও টানবাজারের মতো জনবহুল এলাকায়। এই স্থানে প্রতিনিয়ত যানজট ও দুর্ঘটনার ঝুঁকি থাকে। তাই সেতুর কাজ চালু রেখে র‍্যাম্পটির নকশা পরিবর্তনের দাবি জানানো হয়।

মেট্রোরেল সংযোগ: দেশের অর্থনীতিতে নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরে স্মারকলিপিতে ঢাকার সঙ্গে মেট্রোরেল সংযোগের দাবি জানানো হয়। বলা হয়, ১৮৮৫ সালে এই অঞ্চলে রেল যোগাযোগ শুরু হলেও এখন পর্যন্ত তা আধুনিক করা হয়নি। নাগরিকদের মতে, মেট্রোরেল সংযোগ স্থাপন এখন নারায়ণগঞ্জবাসীর একটি প্রধান জনদাবিতে পরিণত হয়েছে।

খানপুরে কন্টেইনার পোর্ট: শহরের খানপুর এলাকায় কন্টেইনার পোর্ট নির্মাণের সিদ্ধান্তকে ‘অযৌক্তিক ও অপ্রয়োজনীয়’ বলে উল্লেখ করা হয়। স্মারকলিপিতে বলা হয়, এটি একটি অস্বচ্ছ প্রকল্প এবং বিআইডব্লিউটিএ কোনো আলোচনা ছাড়াই এটি বাস্তবায়ন করতে যাচ্ছে। এছাড়া, পার্শ্ববর্তী পানগাঁও কন্টেইনার পোর্টের ৪০ শতাংশ জায়গা এখনও অব্যবহৃত রয়েছে। তাই এই প্রকল্পের কাজ যথাযথ আলোচনা ছাড়া বন্ধ করার অনুরোধ জানানো হয়।

বৈঠকে নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলনের আহ্বায়ক রফিউর রাব্বির নেতৃত্বে একটি প্রতিনিধি দল উপস্থিত ছিল। প্রতিনিধি দলে ছিলেন দৈনিক খবরের পাতার সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহিদুল হক দীপু, সাবেক কাউন্সিলর অসিত বরন বিশ্বাস, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর রায়, সিপিবি’র জেলা সভাপতি হাফিজুল ইসলাম, নাগরিক আন্দোলনের ধীমান সাহা জুয়েল এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা যুগ্ম সমন্বয়কারী অহমেদুর রহমান তনু। এ সময় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনও উপস্থিত ছিলেন।

RSS
Follow by Email