মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪
Led02Uncategorizedরাজনীতি

তারেক ২০২৪ এর নয়, ২০২৯ এর নির্বাচন নিয়ে চিন্তিত: শামীম ওসমান

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ‘যে ব্যক্তি (তারেক রহমান) লন্ডনে বসে আন্দোলনের কর্মসূচি দিচ্ছে, সেই ব্যক্তি নির্বাচনের জন্য কিছু করছে না। সে ২০২৪ এর নির্বাচন নিয়ে চিন্তিত না, সে চিন্তিত ২০২৯ এর নির্বাচন নিয়ে। সে তার মায়ের কথাও চিন্তা করছে না।’

তিনি বলেন, ‘বিএনপিকে আমি একটি গণতান্ত্রিক দল মনে করি না। যখন জিয়াউর রহমান সাহেব মারা গেলেন, তখন এরশাদ সাহেবকে তার হত্যাকারী বলা হলো। পরে আবার তারেক জিয়া তৎকালিন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর রহমান বাবর সাহেবকে নিয়ে এরশাদ সাহেবের বাসায় গিয়েছিলেন এবং আকুতি-মিনতি করেছিলেন; যাতে জাতীয় পার্টি তাদের সাথে আসে। এমনকি প্রেসারও সৃষ্টি করেছিলো।’

‘যে ক্ষমতায় যাওয়ার জন্য তার বাবার হত্যাকারীর সাথে হাত মেলাতে পারে, তাকে জনগন বিশ্বাস করবে এটা অন্তত আমি মনে করি।’

শামীম ওসমান আরও বলেন, বিএনপি যখন রাজনীতিতে আসলো তখন ইসলামের একটা জয় গান গেলো। মানে, আমাদের অন্য ধর্মের লোক বানিয়ে দিচ্ছে, এমন অবস্থা। আমি দেখলাম গত শনিবার ওনারা যে কর্মসূচি দিলেন, ওই দিনটা ছিলো আশুরা। এই দিনের আগে-পরে দুইদিন মানুষ রোজা রাখে। আমি কখনো দেখি নাই যে, আমাদের দেশে কোন ধর্মীয় অনুষ্ঠানের দিনে কর্মসূচি দিতে; যা সংঘাতপূর্ণ। আর ওনারা কর্মসূচি দিলেন আর সংঘাত হলো। ওনারা বললেন পুলিশ ওনাদের মেরেছে, আমার এলাকার ভিডিও আছে; পুলিশকে কিভাবে মারছে। এগুলোর জবাব ওনারা কিভাবে দিবেন।

বুধবার রাতে বেসরকারি এক টেলিভিশনের টক-শোতে অংশ নিয়ে শামীম ওসমান এসব কথা বলেন।

RSS
Follow by Email