রবিবার, জানুয়ারি ৫, ২০২৫
রাজনীতি

তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণে ৯নং ওয়ার্ড বিএনপি

লাইভ নারায়ণগঞ্জ: তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নের লক্ষে সিদ্ধিরগঞ্জে লিফলেট বিতরণ করেছে ৯নং ওয়ার্ড বিএনপি। বুধবার (২৭ নভেম্বর) বিকালে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি হাই স্কুল এন্ড কলেজ খেলার মাঠ , জালকুড়ি বাসস্ট্যান্ড, জালকুড়ি কড়ইতলা এলাকাসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য মাজেদুল ইসলাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন হলে আগামীর বাংলাদেশের হবে একটি সুখী, সুন্দর, সমৃদ্ধ বাংলাদেশ। স্বৈরাচারী শেখ হাসিনা এখনো ষড়যন্ত্রে লিপ্ত। আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।

এসময় ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি এ্যাডঃ মাসুদুজ্জামান মন্টুর সভাপতিত্বে উক্ত লিফলেট বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুগ্ম—সম্পাদক কামরুল হাসান শরীফ, সদস্য ইউসুফ মিয়া, ৯নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ—সভাপতি শাহ জাহান, সহ— সভাপতি আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহীন, ধর্ম—বিষয়ক সম্পাদক সেলিম, সদস্য এনামুল, ৯নং ওয়ার্ড ছাত্রদল নেতা আকিব, কাউছার, সিয়াম, আসিফ, শাহ পরান, ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহ—সভাপতি সোহান ও সাধারণ সম্পাদক সিফাতসহ আরো অনেকে।

RSS
Follow by Email