শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
Led05রাজনীতি

তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবিতে রূপগঞ্জে বিক্ষোভ

লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জে তারেক রহমানের বিরুদ্ধে সকল ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে তারাব পৌর বিএনপি। শুক্রবার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় রূপগঞ্জের তারাব পৌর বিশ্বরোড এলাকায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর নির্দেশনায় এ সভার অনুষ্ঠিত হয়।

সমাবেশে তারাবো পৌর বিএনপির সভাপতি তাশিক হক ওসমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, তারাবো পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু, আমিনুল ইসলামসহ পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, রূপগঞ্জের কোথাও সন্ত্রাস, চাঁদাবাজ, লুটতরাজ, নৈরাজ্য ও দখলবাজী করতে দেয়া হবে না। বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু এসব অন্যায়ের সাথে আপোষ করবেন না। তিনি সকলকে সুষ্ঠু ধারার রাজনীতি করার আহবান জানিয়েছেন।

RSS
Follow by Email