শুক্রবার, মার্চ ২১, ২০২৫
রাজনীতি

তারেক রহমানের পক্ষে রেজা রিপনের ঈদ সামগ্রী বিতরণ

লাইভ নারায়ণগঞ্জ: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে থেকে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন। বৃহস্পতিবার ( ২০ মার্চ) দুপুরে শহরের হোসিয়ারি সমিতি প্রাঙ্গণে পাঁচশত অসহায় ও দুস্থদের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করেন তিনি।

ঈদ সামগ্রী মধ্যে রয়েছে – সেমাই, চিনি, তৈল, ভাতের চাল, পোলার চাল, পাউডার দুধ, ডাল, লবন ইত্যাদি।

ঈদ সামগ্রী বিতরণ পূর্বে বক্তব্যে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা অনুযায়ী আমার পক্ষ থেকে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছি। বিএনপির একটি জনমুখী দল, আর বিএনপির রাজনীতি হল এদেশের মানুষের জনগণের কল্যাণের জন্য। আমার মতোন দেশের প্রতিটি দলীয় নেতাকর্মীরা যদি অসহায় ও দুস্থদের পাশে দাঁড়ালে দেশে মুক্ত বাতাসে আনন্দঘন পরিবেশে মধ্য দিয়ে একটি ঈদ উদযাপিত হবে।

RSS
Follow by Email