শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
রাজনীতি

তারেক রহমানের নেতৃত্বে সকল ষড়যন্ত্র প্রতিহত করবো: রোজেল

লাইভ নারায়ণগঞ্জ: `দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটিয়েছি আমরা। পতনের পর ফ্যাসিস্ট হাসিনার দোসররা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন রকম অপপ্রচারের পাশাপাশি দেশবিরোধী ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।’

সোমবার (১৬ ডিসেম্বর) মহন বিজয় দিবস উপলক্ষে বিজয় র‌্যালি বের হওয়ার পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে এই কথা বলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা বিএনপির সাবেক আহ্বায়ক জাহিদ হাসান রোজেল।

তিনি আরও বলে, আমরা তারেক রহমানের নেতৃত্বে রাজপথে সকল ষড়যন্ত্র প্রতিহত করবো। সেই সাথে আমরা সরকারকে সহযোগিতা করবো যাতে দ্রুততম সময়ে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পন হয়।

সমাবেশের পর ফতুল্লা থানাধীন মাসদাইর কেন্দ্রীয় করবস্থান এলাকা থেকে জাহিদ হাসান রোজেলের নেতৃত্বে নগরীতে এক বিশাল বিজয় র‌্যালি বের হয়। ব্যানার ফেস্টুন হাতে হাজারো নেতাকর্মী র‌্যালিতে অংশগ্রহণ করেন। র‌্যালিটি চাষাড়ায় আসলে, বিজয় স্তম্ভে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

র‌্যালিতে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক নাদিম হাসান মিঠু, সহকারী এটর্নী জেনারেল অ্যাডভোকেট আল আমিন সিদ্দিক, ফতুল্লা থানা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক বোরহান উদ্দিন, আহবায়ক কমিটির সাবেক সদস্য গিয়াসউদ্দিন লাভলু, রাশেদ মিল্কি, ফতুল্লা থানা মৎস্যজীবী দলের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক নয়ন, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মোহাম্মদ আলী, বক্তাবলী ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক পিয়ার হোসেন পিন্টু, কাশিপুর ইউনিয়ন মৎস্যজীবী দলের সাবেক সভাপতি মোখলেসুর রহমান ও বিএনপি নেতা রাজু আহম্মেদ প্রমুখ।

RSS
Follow by Email