তারেক রহমানের কাছে গিয়াসউদ্দিনের চিঠি ‘সিদ্ধিরগঞ্জ থানার অঙ্গ সংগঠনগুলোকে জেলার সাথে সম্পৃক্ত করা প্রয়োজন’
লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির অঙ্গ সংগঠনগুলোকে জেলা কমিটির সাথে সম্পৃক্ত করতে তারেক রহমানকে চিঠি দিয়েছেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ গিয়াসউদ্দিন। বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে এ চিঠি গণমাধ্যমে প্রকাশ করা হয়।
চিঠিতে বাংলাদেশ জাতীয়তাবাদীদলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে গিয়াউদ্দিন প্রস্তাব রাখেন, ‘বিএনপি’র সকল জেলা এবং মহনগর কমিটি গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত এলাকা নিয়ে গঠিত। শুধুমাত্র নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকা ব্যতিক্রম। সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র অর্ন্তভূক্ত। আর সকল অঙ্গ সংগঠনকে রাখা হয়েছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র অর্ন্তভূক্ত। যার কারনে দলে শৃঙ্খলা থাকছে না, বিরোধ-বিভেদ দিন দিন বেড়েই চলছে। অঙ্গ সংগঠনগুলির অনেক নেতা-কর্মী চাঁদাবাজী, দখলদারীসহ অনেক অনৈতিক কাজে জড়িত হয়ে পড়েছে। মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুল ইসলাম সাগর গ্রুপকে কেন্দ্রীয় এক নেতা এবং অকিল উদ্দিন ভূইয়া (থানা বিএনপি কর্তৃক বহিষ্কৃত) এবং শাহ আলম মানিক (থানা বিএনপি কর্তৃক বহিস্কৃত) গ্রুপকে জেলা বিএনপি’র এক নেতা আশ্রয়-প্রশ্রয় দিয়ে যাচ্ছেন। সম্প্রতি দুই গ্রুপে অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে গোলাগুলি করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে। যা পত্র পত্রিকা এবং বিভিন্ন মিডিয়াতে প্রচার হয়েছে। যে কোন সময় আরো ভয়ঙ্কর ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। আমি এবং থানা বিএনপি’র নেতৃবৃন্দ মনে করি দ্রুত সিদ্ধিরগঞ্জ থানার অঙ্গ সংগঠন গুলিকে জেলার সাথে সম্পৃক্ত করা প্রয়োজন। দলের বিভেদ-বিরোধ দূর করা এবং দলীয় ঐক্য ও জবাবদিহীতা নিশ্চিত রাখার লক্ষ্যে আপনার সিদ্ধিান্তই বড় ধরনের সংঘাত থেকে এবং দলের দূর্নাম থেকে দলকে রক্ষা করতে পারে। অঙ্গসংগঠনগুলি পুনরগঠন প্রক্রিয়া চলছে, এখনই উপযুক্ত সময় এই পস্তাবটি বাস্তবায়ন করে জেলা এবং মহানগরের অঙ্গ সংগঠনগুলি পুনরগঠন করা। আপনার সদয় বিবেচনার জন্য প্রস্তাবটি তুলে ধরলাম।’