শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
Led02রাজনীতি

তারেক রহমানকে গিয়াসউদ্দিন‘সকল ষড়যন্ত্রকে ছিন্ন করবে বিএনপির নেতাকর্মীরা’

লাইভ নারায়ণগঞ্জ: ‘জাতির কল্যাণে তারেক রহমান ৩১ দফা কর্মসূচী দিয়েছেন। এখন জাতির কাছে প্রশ্ন, তারেক রহমান কবে বাংলাদেশে ফিরে আমাদের মাঝে উপস্থিত হবেন। নিশ্চয়ই আপনার প্রজ্ঞায় ও আপনার জনপ্রিয়তা অনেকেই ঈর্ষাণ্বিত। অনেকে ভাবেন, আপনি দেশে ফিরলে জনগণের মনে এক নতুন চেতনা সৃষ্টি হবে। আপনাকে নিয়ে অনেক রকমের ষড়যন্ত্র হতে পারে। আমরা নেতাকর্মীরা যদি এমন ষড়যন্ত্র নিয়ে জানতে পারি, এমন কোন শক্তি নেই যা বিএনপি নেতাকর্মীরা মাঠে নামলে তাদের ঠেকাতে পারে। ষড়যন্ত্রকে ছিন্ন করে আপনাকে বাংলাদেশের মাটিতে আনতে পারবো না এমন কোন শক্তি নাই।’

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) নারায়ণগঞ্জ জেলা বিএনপির এক কর্মশালায় এই কথা বলেন কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন। এই কর্মশালায় ভার্চুয়ালি অংশগ্রহণ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এসময় নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গিয়াসউদ্দিন বলেন, ৩১ দফা এ জাতির প্রানের দাবী। সমগ্র জাতি এই দাবিকে সমর্থণ করে। এই কর্মশালার মাধ্যমে তারেক রহমান আমাদের উজ্জীবিত করছেন আমরা যেন এটা জনগণের মাঝে পৌঁছে দিতে পারি। আমাদের কাজ হবে প্রতিটি ইউনিয়ন ও থানায় মানুষের কাছে এটা পৌঁছে দেয়া এবং এর পক্ষে জনসমর্থন তৈরি করা।

তিনি আরও বলেন, আপনি দেশে ফেরার ব্যাপারে আমাদের চেয়েও উদগ্রীব এটা আমরা জানি। তবুও আমাদের প্রতীক্ষার প্রহর কাটছে না। আমাদের প্রতিক্ষার প্রহর আমাদের ব্যথিত করছে। আমাদের জানার বড় ইচ্ছে। । আপনার জনপ্রিয়তায় আজ অনেকে ঈষান্বিত। আপনি দেশে আসলে যে গণজোয়ার তৈরি হবে সেটা নিয়ে তারা ঈর্ষান্বিত।

RSS
Follow by Email