তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে ফতুল্লায় বিক্ষোভ মিছিল
লাইভ নারায়ণগঞ্জ: তারেক রহমানকে নিয়ে কটুক্তি ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে ফতুল্লা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বুধবার (১৬ জুলাই) বিকেলে ফতুল্লার ডিআইটি মাঠ থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়ে ঢাকা-নারায়নগঞ্জ পুরাতন সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় বক্তব্য রাখেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার, এনায়েত নগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী,ফতুল্লা থানা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মুসলিম আহম্মেদ,কোষাধ্যক্ষ হাজী তৈয়বুর রহমান, ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী,ফতুল্লা থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন, ফতুল্লা থানা যুবদলের যুগ্ম আহবায়ক আ: খালেক টিপু, ফতুল্লা থানা জেলা কৃষকদলের যুগ্ন আহবায়ক জুয়েল আরমান, ফতুল্লা থানা ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী,ফতুল্লা থানা শ্রমিক দলের আহবায়ক শাহ আলম পাটোয়ারী, সদস্য সচিব আল আমিন,ফতুল্লা থানা তাতীদল সভাপতি ইউনুস মাস্টার,সাধারণ সম্পাদক ইমন।
সমাবেশে বক্তারা বলেন, তারেক রহমান দেশের জনগণের আস্থার প্রতীক। আজ তাঁকে নিয়ে যে ভাষায় কথা বলা হচ্ছে, তা শুধু অশালীনই নয়, একটি ষড়যন্ত্রেরই অংশ। আমরা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াব। সরকারকে বলতে চাই ,জনগণ সব দেখছে। মানুষ সব বোঝে। আর বেশিদিন এই অন্যায় চলবে না। যে কটুক্তিগুলো করা হয়েছে, তা শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো দলের বিরুদ্ধে আঘাত। আমরা এমন কোনো অপচেষ্টা বরদাস্ত করব না। সময়মতো এর জবাব দেওয়া হবে। জনাব তারেক রহমানকে নিয়ে এই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্যে তীব্র নিন্দা জানাই ও তার সাথে যারা এই ধরনের কুরুচিপূর্ণ কথা বার্তা বলছেন তাদের হুশিয়ার দিতে চাই সাবধান হয়ে যান। তারেক রহমানকে নিয়ে যারা অপপ্রচার চালাচ্ছে, তারা দেশের শত্রু। তাদের মুখোশ আমরা জনসম্মুখে উন্মোচন করব।
একটি বিশেষ মহল বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ ও অশালীন মন্তব্য ছড়াচ্ছে অভিযোগ করে তারা বলেন, এটি একটি পরিকল্পিত প্রচারণার অংশ, যার মাধ্যমে তারেক রহমানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা চলছে। জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির জন্য এবং রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যেই এই অপচেষ্টা চালানো হচ্ছে।
এ ছাড়া আরো উপস্থিত ছিলেন ফতুল্লা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম লিটন,ফতুল্লা থানা বিএনপির সহ প্রচার সম্পাদক মিলন ঢালী, এস কে শাহিন,নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি তাইজুল ইসলাম আল আমিন,যুবদল নেতা আরিফ,জীবন,শাহাদাৎ,তৌহিদ,অনি,সোহাগ সিদ্দিকী, ফতুল্লা থানা যুবদল নেতা সৈকত রাজ, মিঠু,শ্রমিক নেতা, আল আমিন, বাদল প্রধান,আমির হোসেন মোল্লা, স্বেচ্ছাসেবক দল নেতা হারুনুর রশীদ,আরিফ প্রধান প্রমূখ।