শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
রাজনীতি

তারেক-জোবাইদার সাজায় আন্দোলন ঠেকানো যাবে না: টিপু

লাইভ নারায়ণগঞ্জ: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদার রহমানের সাজার বিরুদ্ধে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সদস্য সচিব এডঃ মোঃ আবু আল ইউসুফ খান টিপু।

বুধবার (২ আগস্ট) সন্ধ্যায় গণমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।

ক্ষোভ প্রকাশ করে টিপে বলেন, আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদার রহমানকে সাজা দেওয়ায় নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সরকার বিএনপি’র গণজোয়ার ঠেকাতেই এ পন্থা অবলম্বন করেছে। তবে, সবকিছুর পরেও সরকার জনগণ ও বিএনপি’র এই আন্দোলনকে ঠেকাতে পারবেনা।

অনতিবিলম্বে এই সাজা প্রত্যাহারের দাবি জানান টিপু।

উল্লেখ্য, সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৯ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তারেকের স্ত্রী ডা. জোবাইদার রহমানের তিন বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

বুধবার (২ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান এ রায় ঘোষণা করেন।

RSS
Follow by Email