মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪
জেলাজুড়েফতুল্লারাজনীতি

তারেকের স্মৃতিচারণে কান্নায় ভেঙে পড়েন ফতুল্লা বিএনপির সভাপতি টিটু

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মরহুম তরিকুল ইসলাম তারেকের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিলে কান্না ভেঙে পড়েন সভাপতি শহিদুল ইসলাম টিটু। শুক্রবার (৩০ আগস্ট) বাদ জুমায় কুতুবপুর ইউনিয়নের শরীফবাগ এলাকায় এ দোয়া অনুষ্ঠিত হয়।

এসময় কুতুবপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ শাহজাহান বেপারী সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, একসাথে রাজপথে অনেক সময় কাটিয়েছি কিন্তু দুঃখের বিষয় আওয়ামী স্বৈরাচারী সরকারের মিথ্যা মামলার কারণে আমরা এবং আমার দলের অনেক নেতাকর্মীরা তারেকের জানাজায় উপস্থিত হতে পারেনি। তবে আমরা তারেককে ভুলে যায়নি তারেকের সাথে কাটানো প্রত্যেকটা দিন প্রত্যেকটার সময় প্রত্যেকটা ক্ষণ আজও আমাদের মনে নাড়া দেয়। তারেক মরে নাই তার একটা আমাদের মাঝেই বেঁচে আছে তাই আমরা সবাই তারেকের জন্য দোয়া করব আল্লাহ যেন তারেকে জান্নাত নসিব করেন আমিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সম্পাদক মোহাম্মদ মাজহারুল আলম মিথুন, কুতুবপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও ফতুল্লা থানা বিএনপির কোষাধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম মাতব্বর, ফতুল্লা থানার শ্রমিক দলের সভাপতি বাবুল আহমেদ,কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম আনিসুর রহমান। কুতুবপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুম আহমেদ রাজ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন রানা, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ৫ নং ওয়ার্ড বিএনপি’র কোষাধ্যক্ষ শওকত আলি সুজন। কুতুবপুর ইউনিয়ন যুবদল নেতা খন্দকার ফারুক, রহিম, হযরত, বিল্লাল, লিখন, সহ আরো অনেকেই।

RSS
Follow by Email