বৃহস্পতিবার, মে ২২, ২০২৫
Led02রাজনীতি

‘তারুণ্যের ঢেউ’ তোলার প্রত্যয় না.গঞ্জের রনিদের কাছে কেন্দ্রের

লাইভ নারায়ণগঞ্জ: আসন্ন ২৮ মে ঢাকায় জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ‘তারুণ্যের অধিকার প্রতিষ্ঠা’ সমাবেশকে সফল করতে নারায়ণগঞ্জ জেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ মে) অনুষ্ঠিত এই সভায় যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম পল চট্টগ্রামে ও খুলনায় সৃষ্ট ‘গণজোয়ারের’ মতো ঢাকায়ও তারুণ্যের জোয়ার তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম পল উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “আপনারা প্রস্তুতি নিন। চট্টগ্রামে যে তারুণ্যের গণজোয়ার সৃষ্টি হয়েছে, খুলনায় যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, ঢাকায়ও সেইরকম তারুণ্যের গণজোয়ার সৃষ্টি হবে।”

তিনি সমাবেশের সফলতার জন্য প্রতিটি থানা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে প্রস্তুতি সভা আয়োজনের নির্দেশ দেন। পল জোর দিয়ে বলেন, “আপনারা আজকের সভার পর প্রতিটি থানা পর্যায়ে প্রস্তুতি সভা করবেন। থানার পরে ইউনিয়ন এবং পরে ওয়ার্ড পর্যায়ে প্রস্তুতি সভা করবেন। ঢাকায় তারুণ্যের সমাবেশে আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন।”

যুবদল নেতা আরও বলেন, “আমরা এই সমাবেশের মাধ্যমে একটা ঢেউ তুলতে চাই। যারা মনে করছে তরুণ সমাজ তাদের সম্পত্তি, তাদের বুঝিয়ে দিতে চাই বাংলাদেশের যুব সমাজ ও তরুণ সমাজ আমাদের সাথে আছে।”

এসময় সভায় আরও উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক জিয়া, নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীব, সদস্য সচিব মশিউর রহমান রনিসহ জেলা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। এই প্রস্তুতি সভা ২৮ মে’র সমাবেশের জন্য যুবদলের জোর প্রস্তুতিরই ইঙ্গিত দিচ্ছে।

RSS
Follow by Email