বুধবার, সেপ্টেম্বর ১০, ২০২৫
Led02ক্রীড়া

‘তারুণ্যের উৎসব’ ফুটবলে মুখোমুখি নারায়ণগঞ্জ ও ফরিদপুর

লাইভ নারায়ণগঞ্জ: দেশজুড়ে ফুটবলের নতুন উন্মাদনা ছড়িয়ে দিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) যৌথ উদ্যোগে আয়োজন করেছে জাতীয় চ্যাম্পিয়নশিপ। “তারুণ্যের উৎসব” নামে পরিচিত এই ফুটবল আসরে অংশ নিয়েছে দেশের ৬৪টি জেলা। বুধবার (১০ সেপ্টেম্বর) ফতুল্লায় ইসদাইর এলাকার ওসমানী পৌর স্টেডিয়ামে টুর্নামেন্টের অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা ও ফরিদপুর জেলা একে অপরের মুখোমুখি হয়েছে।

গত ৩০শে আগস্ট মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সারা দেশে একই সময়ে ১৬টি ভিন্ন ভেন্যুতে এই খেলাগুলো অনুষ্ঠিত হচ্ছে।

টুর্নামেন্টের প্রথম রাউন্ডে ৬৪টি জেলাকে আটটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপের নামকরণ করা হয়েছে জুলাই মাসের শহীদদের নামানুসারে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই টুর্নামেন্টের জন্য প্রায় ১৮ কোটি টাকার বাজেট নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ৫ কোটি টাকা, জাতীয় ক্রীড়া পরিষদ ৫ কোটি টাকা এবং বাকি ৮ কোটি টাকা বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) যোগান দিচ্ছে।

খেলাটির সার্বিক আয়োজন নিয়ে সাবেক খেলোয়াড় ও কোচেরা আশাবাদী। তারা মনে করছেন, এই ধরনের উদ্যোগ কিশোর-যুবকদের মাঠমুখী করবে এবং মন্দ কাজ থেকে দূরে রেখে ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত হতে উৎসাহিত করবে। নারায়ণগঞ্জ ও ফরিদপুর উভয় দলের কোচই নিজ নিজ দলের পারফরম্যান্স নিয়ে আশাবাদী এবং এমন আয়োজন আরও বেশি বেশি করার তাগিদ দিয়েছেন।

RSS
Follow by Email