তাপদাহে নগরবাসীর পাশে খোরশেদ: শ্রমিক মিছিলে জল ও হাতপাখা বিতরণ
লাইভ নারায়ণগঞ্জ: তীব্র দাবদাহে বিপর্যস্ত শ্রমজীবী মানুষ ও নগরবাসীর মধ্যে স্বস্তি এনে গতবারের মতো এবারও বিশুদ্ধ শীতল জল বিতরণ কার্যক্রম শুরু করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি কর্মী মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।
বৃহস্পতিবার (১ মে) নগরীর প্রাণকেন্দ্র শহীদ মিনার প্রাঙ্গণে বেলা ১১টা থেকে এই কার্যক্রমের সূচনা হয়। আন্তর্জাতিক শ্রমিক দিবসের র্যালিতে অংশ নেওয়া সহস্রাধিক শ্রমজীবী মানুষের মধ্যে তিনি ঠান্ডা জল ও হাতপাখা বিতরণ করেন।
সদ্য সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ জানান, গত বছরের মতো এবারও প্রতিদিন দুটি গাড়িতে করে শহরের বিভিন্ন স্থানে বিশুদ্ধ শীতল জল এবং পর্যায়ক্রমে শসা, ক্যাপ ও হাতপাখা বিতরণ করা হবে।
এই উদ্যোগের পেছনের অনুপ্রেরণা সম্পর্কে খোরশেদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের জনগণের পাশে, বিশেষ করে দুর্গত মানুষের পাশে থাকার যে নির্দেশনা দিয়েছেন, তারই ধারাবাহিকতায় এই কার্যক্রম। তিনি আরও জানান, তাদের টেলিমেডিসিন সেবাও চালু রয়েছে এবং যতদিন এই তীব্র তাপদাহ থাকবে, ততদিন তারা এই সেবা অব্যাহত রাখবেন।
শ্রমিক র্যালিতে অংশ নেওয়া মানুষজন খোরশেদের এই উদ্যোগকে স্বাগত জানান এবং তীব্র গরমে সামান্য হলেও স্বস্তি লাভ করেন।