শনিবার, নভেম্বর ৮, ২০২৫
শিক্ষা

তানযীমুল উম্মাহ মাদরাসার প্রথম ব্যাচের ‘সবক প্রদান’

লাইভ নারায়ণগঞ্জ: কোরআন ও সুন্নাহর শিক্ষায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে নারায়ণগঞ্জের মাসদাইর এলাকায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা নারায়ণগঞ্জ শহর শাখার প্রথম ব্যাচের ‘সবক প্রদান’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সকালে মাদরাসা প্রাঙ্গণে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহ্ ফতেহ উল্লাহ ইসলামিয়া দাখিল মাদরাসার সহকারী সুপার এইচ এম নাসির উদ্দিন। তিনি লোকমান (আঃ)-এর তাঁর সন্তানদের প্রতি উপদেশ স্মরণ করিয়ে দিয়ে বলেন, তোমরা সালাত কায়েম করো। আল্লাহর রসূল (সা.) ধীরস্থিরভাবে নামাজ কায়েম করতে বলেছেন। নামাজ, মানুষকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে বিরত রাখে।
তিনি আরও বলেন, মানুষদেরকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করতে হবে।
মুহাম্মদ আসলাম মিয়ার সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য পেশ করেন অত্র শাখার শাখা প্রধান মাও. ইকবাল হোসাইন।
তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের পরিচালনায় অনুষ্ঠানে ৬০ জন শিক্ষার্থীকে সবক পাঠ করান আদর্শ স্কুল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা জহিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল জনাব মনজুরুর রহমান। আন্তর্জাতিক মানের ক্বারী খোবাইবুল হক তানঈম-এর সুললিত কণ্ঠে অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত পাঠ করা হয়।
অনুষ্ঠানের এক গুরুত্বপূর্ণ অংশে হিফয সম্পন্নকারী শিক্ষার্থী মোসা. রিজওয়ানা ইসলাম-কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অত্র শাখার শাখা সহকারী হাফেজ মাওলানা কামরুল হাসান।
RSS
Follow by Email