শুক্রবার, মে ২৩, ২০২৫
Led02শিক্ষা

তরুণরাই আগামী দিনের সঠিক দিকনির্দেশক: ডিসি

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা তরুণদের প্রতি গভীর আস্থা রেখে বলেছেন, বাংলাদেশ এক অপার সম্ভাবনার দেশ, আর এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দেবে দেশের তারুণ্য। তরুণদের মেধা ও কর্মদক্ষতা দিয়েই বাংলাদেশ বিশ্ব মঞ্চে এক অনন্য উচ্চতায় পৌঁছাবে, এবং তাদের হাত ধরেই গড়ে উঠবে এক নতুন, সমৃদ্ধ ‘স্বপ্নের বাংলাদেশ’।

বৃহস্পতিবার (২২ মে) দুপুরে নারায়ণগঞ্জ কলেজ অডিটরিয়ামে নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজিত, ‘তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ’ শীর্ষক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

জেলা তথ্য অফিসার মোহাম্মদ কামরুজ্জামান-এর সভাপতিত্বে এবং শিক্ষক আরিফ মিহির-এর সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাশফাকুর রহমান, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম, এবং জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর হোসেন। অনুষ্ঠানের মুখ্য আলোচক ছিলেন নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজা।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা দেশের বিভিন্ন ঐতিহাসিক বাঁকে তরুণদের অবিস্মরণীয় ভূমিকার কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, “৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১’র মুক্তিযুদ্ধ, এমনকি সাম্প্রতিক জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থান—প্রতিটি ঐতিহাসিক অর্জনের পেছনেই তরুণদের বলিষ্ঠ অবদান রয়েছে।” তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে, জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানের পর যখন আইন-শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা ব্যাহত হয়েছিল, তখন তরুণরাই স্বেচ্ছায় ট্রাফিকের দায়িত্ব পালন করেছে এবং বাজার মনিটরিং করে সমাজের প্রতি তাদের দায়িত্ববোধের পরিচয় দিয়েছে। এই দৃষ্টান্ত থেকে বোঝা যায়, তরুণরাই আগামী দিনের সঠিক দিকনির্দেশক।

জেলা প্রশাসক তরুণদের উদ্দেশ্যে বলেন, শুধুমাত্র প্রচলিত শিক্ষায় সীমাবদ্ধ থাকলে চলবে না। তাদের কারিগরি শিক্ষা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে আগ্রহী করে গড়ে তুলতে হবে। একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় এই দক্ষতা অপরিহার্য।

আলোচনা সভায় উপস্থিত অন্যান্য বক্তারা দুর্নীতিমুক্ত সমাজ গঠনের ওপর জোর দেন এবং দেশের প্রতিটি ক্ষেত্রে তরুণদের সক্রিয় অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানান। তারা সতর্ক করে বলেন, জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত এই রাষ্ট্রে যেন কোনো বৈষম্য বা স্বৈরশাসন ফিরে না আসে। বক্তারা আরও বলেন, তরুণদের অগ্রাধিকার দিয়ে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত একটি সুস্থ ও সুন্দর বাংলাদেশ গড়তে হবে।

RSS
Follow by Email