বুধবার, সেপ্টেম্বর ১৭, ২০২৫
Led05রাজনীতি

তরুণদের সঠিক পথে পরিচালিত করা আমাদের নৈতিক দায়িত্ব: মঈনুদ্দিন

লাইভ নারায়ণগঞ্জ: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ তার নির্বাচনী প্রচারণা জোরদার করেছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) বাদ আসর তিনি বন্দরের ২৫ নং ওয়ার্ডের সোমবাড়িয়া বাজার থেকে এক ব্যাপক গণসংযোগ শুরু করেন। স্থানীয় ভোটার ও দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি বন্দরের বিভিন্ন পাড়া-মহল্লায় ঘুরে মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং পরিকল্পিত উন্নয়নের প্রতিশ্রুতি দেন।

গণসংযোগকালে মাওলানা মঈনুদ্দিন আহমাদ ভোটারদের কাছে ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার নিশ্চিত করার অঙ্গীকার করেন। তিনি বলেন, “নারায়ণগঞ্জ একটি ঐতিহ্যবাহী এলাকা। এই এলাকার মানুষের অধিকার নিশ্চিত করা এবং সমাজের সার্বিক উন্নয়নে কাজ করাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা নির্বাচিত হলে এ অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নে সর্বাত্মক চেষ্টা করব।” তিনি তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখার ওপরও জোর দেন এবং বলেন, “তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তাদের সঠিক পথে পরিচালিত করা আমাদের নৈতিক দায়িত্ব।”

এ সময় স্থানীয় দোকানদার, রিকশাচালক ও সাধারণ মানুষ মাওলানা মঈনুদ্দিন আহমাদকে উষ্ণ অভ্যর্থনা জানান। অনেক ভোটার তাদের এলাকার বিভিন্ন সমস্যা, যেমন—জলাবদ্ধতা, রাস্তাঘাটের বেহাল দশা এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার দুরবস্থা তুলে ধরেন। তিনি মনোযোগ সহকারে তাদের কথা শোনেন এবং এসব সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন।

গণসংযোগ চলাকালে বন্দর উত্তর থানা জামায়াতের আমীর মাওলানা আতিকুর রহমান এর নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন মহানগরী সূরা সদস্য ও ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো. জাকির হোসাইন, থানা নায়েবে আমীর মো. রফিকুল ইসলাম, থানা সেক্রেটারি জহুরুল ইসলাম, ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মাওলানা আবদুল্লাহ, ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মহিউদ্দিন মিয়া সহ স্থানীয় মুরব্বি, যুব ও ছাত্রনেতৃবৃন্দ। তারা প্রার্থীর জন্য ঘরে ঘরে গিয়ে ভোট চান এবং জনগণের কাছে তার বার্তা পৌঁছে দেন।

RSS
Follow by Email