মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪
Led03রাজনীতি

তফসিল ঘোষণা করলে আ.লীগ নেতাদের মিছিলের নির্দেশ

লাইভ নারায়ণগঞ্জ: নির্বাচনী তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে দেশজুড়ে বড় ধরনের মিছিল করতে তৃণমূলের নেতাদের নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ। মঙ্গলবার কেন্দ্র থেকে জেলা আওয়ামী লীগের নেতাদের কাছে মোবাইল এসএমএসে এমন নির্দেশনা দেওয়া হয়েছে। দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এ বার্তা পাঠিয়েছেন বলে জানা গেছে।

লিখিত বার্তায় বলা হয়, ‘সম্মানিত নেতৃবৃন্দ, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে নির্বাচনকে স্বাগত জানিয়ে নৌকার প্রচারণা চালিয়ে বড় ধরনের মিছিল করার জন্য সাংগঠনিক নির্দেশক্রমে অনুরোধ জানানো হচ্ছে।’

বার্তা পাওয়ার বিষয়টি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহীদ বাদল। তিনি বলেন, ‘নির্বাচনী তফসিল ঘোষণার পরে মিছিল করার জন্য আমাদের আগেই বলা হয়েছিলো, গতকালও আমাদের একটি বার্তা পাঠানো হয়েছে।’

নির্বাচনের তফসিল ঘোষণার পরে দেশজুড়ে বিএনপি ‘অরাজকতা’ করতে পারে বলে দাবি করেছেন আওয়ামী লীগের নেতারা। এবার বিএনপি ঢাকায় বেশি ‘নাশকতা’ করতে পারে বলে মনে করেন তাঁরা।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘যদি রাত ৭টার দিকে নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা করে তাহলে নেতাকর্মীদের নিয়ে মিছিল করাটা কঠিন। এক্ষেত্রে আমরা মিছিলটি আগামীকাল (১৬ নভেম্বর) সকালে করবো। আর যদি দিনের বেলা তফসিল ঘোষণা করা হয় তাহলে আজেক মিছিল করতে কোন সমস্যা হবে না।’

RSS
Follow by Email