শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
Led02রাজনীতি

তফসিল ঘোষণার প্রতিবাদে না.গঞ্জে হরতাল

লাইভ নারায়ণগঞ্জ: জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে তা বাতিলের দাবিতে অর্ধদিবস হরতাল ঘোষণা দিয়েছেন বাম গণতান্ত্রিক জোট। জেলা বাম জোটের আগামীকাল ৬ টা থেকে ২ টা দেশব্যাপী অর্ধদিবস হরতাল সফল করার জন্য আহ্বান জানান।

বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক হাফিজুল ইসলাম, বাসদ নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক নিখিল দাস, সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব, কমিউনিস্ট পার্টির নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্ত্তী এক বিবৃতিতে বলেন, প্রধান নির্বাচন কমিশনার আজ সন্ধ্যায় জনমত সম্পূর্ণ উপেক্ষা করে নির্বাচনী তফসিল ঘোষণা করেছে। বাম গণতান্ত্রিক জোট একতরফা নির্বাচনী তফসিল ঘোষণার প্রতিবাদে দেশব্যাপী আগামীকাল ৬ টা থেকে ২ টা অর্ধদিবস হরতাল পালন করা হবে। ফ্যাসিবাদী আওয়ামী সরকারের আবার একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাওয়ার জন্য এই প্রহসনের নির্বাচন বন্ধের দাবিতে নারায়ণগঞ্জে বাম জোট নেতা-কর্মীরা জনগণকে সাথে নিয়ে সর্বাত্মক হরতাল পালন করবে।

নেতৃবৃন্দ নারায়ণগঞ্জে সর্বাত্মক হরতাল পালনের জন্য নারায়ণগঞ্জবাসীর আহ্বান জানান।

RSS
Follow by Email