রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫
Led03সিদ্ধিরগঞ্জ

ঢিল ছোড়ার ‘অপরাধে’ মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যা

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে এক মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের আইলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সাজ্জাদ হোসেন (২৪), যিনি ওই এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সাজ্জাদ হোসেন মানসিক ভারসাম্যহীন ছিলেন। প্রতিদিনের মতো শনিবার রাতেও তিনি আইলপাড়া এলাকার ক্রাউন সিমেন্ট ফ্যাক্টরির সামনে হাঁটা-চলা করছিলেন। এসময় ফ্যাক্টরির একটি গাড়িতে ঢিল ছুড়লে ফ্যাক্টরির কর্মকর্তারা তাকে ধরে বেধড়ক মারধর করে। অতিরিক্ত মারধরের ফলে সাজ্জাদের মৃত্যু হয় বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে ক্রাউন সিমেন্ট ফ্যাক্টরিতে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষুব্ধ জনতা পুলিশের ওপরও হামলা চালায়। পরে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসানুজ্জামান ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় এক বাসিন্দা ইসমাইল জানান, ছেলেটি মানসিকভাবে অসুস্থ ছিল এবং প্রায়ই ওই এলাকায় ঘোরাঘুরি করতো। কারখানায় ঢিল ছোঁড়ার কারণে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে তিনি শুনেছেন। পুলিশ ইতিমধ্যেই কয়েকজনকে আটক করে নিয়ে গেছে।

সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ শাহিনূর আলম জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে এবং এ ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

পুলিশের ওপর হামলার বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান বলেন, একটি হৃদয়বিদারক ঘটনায় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে সিমেন্ট কারখানায় ভাঙচুর চালালে পুলিশ তাদের থামাতে গেলে কিছুটা ঝামেলা হয়। পরবর্তীতে স্থানীয়দের বুঝিয়ে শান্ত করা হয়েছে। আটককৃতদের থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

RSS
Follow by Email