বুধবার, সেপ্টেম্বর ৩, ২০২৫
Led01রাজনীতি

ঢাবি শিক্ষার্থীদের সাথে এক টেবিলে মামুন মাহমুদ ‘সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করবে’

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জকে ঘিরে নিজেদের ভাবনা এবং ভবিষ্যৎ প্রত্যাশা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সাথে, মতবিনিময় করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের একটি রেস্তোরাঁয় বিভিন্ন শিক্ষাবর্ষের ৩৮ জন শিক্ষার্থীর অংশগ্রহণে এই সভা অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীরা নারায়ণগঞ্জের বিভিন্ন সমস্যা, যেমন মাদকের ভয়াবহতা, পরিবেশ দূষণ, কিশোর গ্যাংয়ের নৃশংসতা, খেলার মাঠের অভাব এবং সুস্থ সাংস্কৃতিক চর্চার সুযোগের স্বল্পতা নিয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেন। তারা প্রশ্ন করেন, আগামীতে কোনো অপরাধী রাজনৈতিক আশ্রয় পাবে কি না। এছাড়া, তারা নারায়ণগঞ্জে উচ্চশিক্ষার সুযোগ বাড়ানো এবং মেধাবী কিন্তু দরিদ্র শিক্ষার্থীদের সহায়তার বিষয়েও কথা বলেন।

শিক্ষার্থীদের প্রশ্নের জবাবে অধ্যাপক মামুন মাহমুদ জানান, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে তাদের ৩১ দফার রূপরেখা অনুযায়ী একটি বৈষম্যহীন, মানবিক মর্যাদা সম্পন্ন এবং ন্যায়বিচার ভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করবে। তিনি বলেন, “মাদক এবং কিশোর গ্যাং এখন সমাজের জন্য সবচেয়ে বড় সমস্যা। গত ১৫ বছরে রাষ্ট্রের সকল কাঠামো পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে, যার ফলে অপরাধমূলক কর্মকাণ্ডের বিস্তার ঘটেছে।”

তিনি আরও বলেন, বিএনপি কোনো অপরাধীকে রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় দেয় না। অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়, যার ফলে গত এক বছরে দলের কয়েক হাজার সদস্যকে বহিষ্কার করা হয়েছে। নারায়ণগঞ্জেও এমন কিছু দৃষ্টান্ত রয়েছে।

খেলার মাঠের অভাব প্রসঙ্গে মামুন মাহমুদ বলেন, “সরকারি জায়গাগুলো দখল হয়ে গেছে। বিএনপি নির্বাচিত হলে সিদ্ধিরগঞ্জে আমার প্রথম কাজ হবে এসব পুনরুদ্ধার করা এবং প্রতিটি ওয়ার্ডে একটি করে খেলার মাঠ ও পাঠাগার নির্মাণ করা।”

শিক্ষার্থীদের উচ্চশিক্ষা নিয়ে উদ্বেগের বিষয়ে তিনি বলেন, প্রতিটি উপজেলায় একটি করে শিক্ষা প্রতিষ্ঠান বাছাই করে সেখানে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে কোচিংয়ের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে ঢাবি শিক্ষার্থীদের তিনি উদ্যোগ নিতে অনুরোধ করেন এবং সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

মতবিনিময় সভার শেষে অধ্যাপক মামুন মাহমুদ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমরা মেধাবীরাই আগামী দিনে নারায়ণগঞ্জকে সঠিক পথে নিয়ে যাওয়ার কাজ শুরু করতে পারো। নারায়ণগঞ্জকে ইতিবাচক পথে ফিরিয়ে আনতে হলে তোমাদেরকেও ত্যাগের মানসিকতা নিয়ে একতাবদ্ধ থাকতে হবে।”

RSS
Follow by Email