সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫
Led02রাজনীতি

ঢাকা-পঞ্চবটি-মুন্সিগঞ্জ সড়কের বেহাল দশা, গিয়াসের নেতৃত্বে স্মারকলিপি জমা

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন ঢাকা-পঞ্চবটি-মুন্সিগঞ্জ সড়কটির বেহাল দশার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। দীর্ঘ দিন ধরে সংস্কার না হওয়ায় খানাখন্দে ভরা এই সড়কটি যান চলাচলের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, ফলে প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনার শঙ্কা।

মঙ্গলবার (১৯ আগস্ট) এই সড়কের জরুরি সংস্কারের দাবিতে সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী বরাবর একটি স্মারকলিপি জমা দিয়েছে বিএনপি। কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন তেজগাঁও অফিসে গিয়ে এই স্মারকলিপি হস্তান্তর করেন।

স্মারকলিপিতে বলা হয়েছে, ঢাকা সড়ক বিভাগের অধীনে থাকা পঞ্চবটি মোড় থেকে কাশিপুর ইউনিয়ন পর্যন্ত সড়কটি দুই বছর আগে কার্পেটিং উঠে যাওয়ায় যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সড়কটি এখন কর্দমাক্ত ও এবড়ো-থেবড়ো হওয়ায় পথচারী এবং যানবাহনের জন্য কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয় যে, বিসিক শিল্প নগরীতে প্রায় তিন থেকে চারশ’ শিল্পপ্রতিষ্ঠানে কয়েক লাখ শ্রমিক কাজ করেন। এই শিল্প এলাকা থেকে রাষ্ট্রীয় কোষাগারে হাজার হাজার কোটি টাকা জমা হয়। তাই জনস্বার্থে দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানানো হয়েছে।

স্মারকলিপি প্রদানের সময় ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, আলাউদ্দিন খন্দকার শিপন, সাংগঠনিক সম্পাদক হাসান আলী, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি জিএম সাদরিলসহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

RSS
Follow by Email