বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
Led04জেলাজুড়েফতুল্লা

ঢাকা-না.গঞ্জ লিংক রোডে ট্রাকের চাপায় যুবকের মৃত্যু

লাইভ নারায়ণগঞ্জ: ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সড়ক দূর্ঘটনায় এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) রাত ১০ টায় জালকুড়ি করইতলা এলাকার সড়কে ওই দূর্ঘটনা ঘটে।

এসময় ঘটনার প্রত্যাক্ষদর্শী অটোচালক শরিফ লাইভ নারায়ণগঞ্জকে বলেন, আমি সড়কে সাইনবোর্ডের দিকে যাচ্ছিলাম। হটাৎ দেখি একটা মটরসাইকেলের সাথে ধাক্কা লাগে এক যুবকের। আমি মটোরসাইকেলে যাত্রি মনে করে চালককে উঠাতে যাই। এর মধ্যে এক ট্রাক এসে ওই যুবককে চাপা দিয়ে চলে যায়। আমরা কাছাকাছি গিয়ে দেখি যুবকটি মৃত। অনেকে বলছে যুবকটি মানসিক ভারসাম্যহীন।

ফতুল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আজম মিয়া বলেন ,  আমি এখনো খবর পাইনি। আপনার থেকে জানলাম। আমি বিষয়টা দেখছি।

ফতুল্লা থানার এসআই আজিজ মিয়া বলেন, মূলত ঘটনাটা ঘটেছে ফতুলা এবং সিদ্ধিরগঞ্জ দুই থানার বর্ডারে । যেই কাভার্ড ভ্যানের সাথে সাথে ধাক্কা লেগে ঘটনাটি ঘটে আমরা সেই চালকসহ ভ্যানকে আটক করেছি । নিহতের পরিচয় শনাক্ত হয়নি। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

RSS
Follow by Email