সোমবার, সেপ্টেম্বর ২৯, ২০২৫
Led01ফতুল্লা

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে রেলিং ভেঙে ঝুলছে ট্রাক, আহত রিকশাচালক

লাইভ নারায়ণগঞ্জ: ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূঁইগড় এলাকায় সোমবার দুপুরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অলৌকিকভাবে বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেল পথচারীরা। দ্রুত গতিতে আসা একটি সারিভর্তি ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ওভারপাসের পশ্চিম পাশের লোহার রেলিং ভেঙে নিচের সড়কের ওপর বিপজ্জনকভাবে ঝুলে থাকে।

এ ঘটনায় মোহর উদ্দিন মিয়া (৬০) নামের এক রিকশাচালক গুরুতর আহত হয়েছেন। তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে দুর্ঘটনার পরই ট্রাকটির চালক ও তার সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

প্রত্যক্ষদর্শী স্থানীয় যুবক সাজ্জাদ হোসেন সাজু জানান, দুপুর নাগাদ ট্রাকটি নারায়ণগঞ্জ থেকে ঢাকার দিকে যাচ্ছিল। ওভারপাসের ওপর থাকা অবস্থায় হঠাৎ ট্রাকটি নিয়ন্ত্রণ হারায় এবং বিকট শব্দে রেলিং ভেঙে নিচে আছড়ে পড়ার উপক্রম হয়।

সাজু বলেন, “দৃশ্যটা ছিল খুবই ভয়ঙ্কর। ট্রাকটা প্রায় পুরোটা নিচে নেমে এসেছিল, ভাগ্য ভালো যে পুরোপুরি উল্টে পড়েনি। ঠিক সেই মুহূর্তে নিচে থাকা রিকশাচালক মোহর উদ্দিন গুরুতর আহত হন।”

ট্রাকটি বিপজ্জনকভাবে ঝুলে থাকার কারণে নিচের সড়কে সাময়িক আতঙ্ক ও যানজটের সৃষ্টি হয়। স্থানীয়রা দ্রুত আহত রিকশাচালককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফতুল্লা থানা পুলিশ। ফতুল্লা থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শরিফুল ইসলাম নিশ্চিত করেন, “ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছেন এবং উল্টে থাকা ট্রাকটি নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ করছেন। কীভাবে এবং কী কারণে ট্রাকটি নিয়ন্ত্রণ হারাল, তার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে। পালিয়ে যাওয়া ট্রাকচালক ও হেলপারকে দ্রুত খুঁজে বের করার চেষ্টা চলছে।”

RSS
Follow by Email