মঙ্গলবার, ডিসেম্বর ৩০, ২০২৫
Led02অর্থনীতি

ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের মৌচাক এলাকায় একটি গার্মেন্টস কারখানার শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে শ্রমিকদের অবরোধে সাময়িক অচলাবস্থা তৈরি হয়।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে ১০টা ১০ মিনিট থেকে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় কোরেশ বাংলাদেশ লিমিটেডের শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেন।

স্থানীয়রা জানান, আর্থিক সুবিধা না দিয়ে ৭০ জন শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। সকালে শুরু হওয়া অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে কর্মস্থলমুখী মানুষ ও দূরপাল্লার যানবাহনগুলো ভোগান্তিতে পড়ে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে কথা বলেন। প্রায় ৪০ মিনিট পর, সকাল ১০টা ৫০ মিনিটের দিকে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, শ্রমিকরা প্রায় ৪০ মিনিট মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সড়ক থেকে তাদের সরিয়ে দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, শ্রমিকদের দাবি নিয়ে গার্মেন্টস কর্তৃপক্ষ ও শ্রমিকদের মধ্যে সমাধানের জন্য আলোচনা চলছে।

RSS
Follow by Email