রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
Led03জেলাজুড়েশিক্ষাসিদ্ধিরগঞ্জ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শিক্ষার্থীদের বিক্ষোভ

লাইভ নারায়ণগঞ্জ: পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ কর্মসূচী পালন করেছে শিক্ষার্থীরা। শুক্রবার (২ আগস্ট) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় দুপুরে এ কর্মসূচি করে তারা। আন্দোলনরত শিক্ষার্থী বিভিন্ন লিখুনির প্লেকার্ড হাতে নিয়ে স্লোগান দেন।

গণমাধ্যমকে শিক্ষার্থীরা নিজেদের নারায়ণগঞ্জ পলি-টেকনিক্যাল ও নারায়ণগঞ্জ কলেজের শিক্ষার্থী বলে পরিচয় দেয়। শিক্ষামন্ত্রীকে প্রশ্ন ছুড়ে দিয়ে তারা বলেন, ‘ শিক্ষামন্ত্রী আমাদের জানতে ইচ্ছে হয়, এইচএসসির রুটিন তো প্রকাশ করলেন এখন পরিক্ষা কি থানায় হবে নাকি কোর্টে? আর যদি পরিক্ষা হলে হয় তাহলে যাদেরকে জেলে পাঠানো হলো তারা কি পরিক্ষা কোটায় দিবে? আমরা যৌক্তিক দাবির জন্যে মাঠে নেমেছি। আমাদের সহপাঠীদের রক্ত ঝরেছে আমরা হত্যাকারীদের বিচার চাই।’ এসময় দাবি আদায় না মানা পর্যন্ত এ আন্দোলন অব্যাহত রাখবে বলেও ঘোষণা দেয় তারা।

এবিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক লাইভ নারায়ণগঞ্জতে বলেন, শিক্ষার্থীরা মহাসড়কের পাশে এসে কিছু সময়ের জন্য আন্দোলন করেছে। তারা মহাসড়কের ফুটওভার ব্রিজের পিলারের সামনে অবস্থান নিয়ে ছিলো। পরবর্তী তারা কিছুক্ষণ সময়ের মধ্যে আবার ফিরে চলে গেছে। সবকিছু স্বাভাবিক রয়েছে, মহাসড়কে আমরা যানযট হতে দেই নি।

RSS
Follow by Email