শুক্রবার, অক্টোবর ৪, ২০২৪
Led01Led04পরিবহন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

লাইভ নারায়ণগঞ্জ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এর ফলে বৃষ্টিতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। বুধবার দিনগত রাত থেকে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল সারে ১১টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত মহাসড়ক স্বাভাবিক হওয়া শুরু করেছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে গিয়ে দেখা যায়, তীব্র যানজটের কারণে যাত্রীরা যথাসময়ে গন্তব্যস্থলে যেতে পারছেন না। সেই সঙ্গে যানবাহনগুলোকে দীর্ঘক্ষণ এক স্থানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। অনেকেই বৃষ্টিতে ভিজে পায়ে হেঁটে কর্মস্থলে যাচ্ছেন।

জানা গেছে, মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানারপাড় থেকে বন্দরের কেওঢালা এলাকা পর্যন্ত চট্টগ্রামমুখী লেনে সাড়ে ৮ কিলোমিটার এলাকাজুড়ে যানজট হয়। সড়কের বিভিন্ন জায়গায় যানবাহন বিকল হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহেদ মোর্শেদ লাইভ নারায়ণগঞ্জকে জানান, বুধবার রাতে মহাসড়কের কেওঢালা, লাঙ্গলবন্দসহ কয়েকটি স্থানে গাড়ি বিকল হয়ে যায়। আবার এসময় কিছু যানবাহন উল্টো পথে প্রবেশ করলে যানজট তীব্র আকার ধারণ করে। বর্তমানে গাড়ির চাপ আস্তে আস্তে কমছে। মহাসড়ক স্বাভাবিক হওয়া শুরু করেছে।

RSS
Follow by Email