রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
Led03জেলাজুড়ে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আগুন দিয়ে সড়ক অবরোধের চেষ্টা

লাইভ নারায়ণগঞ্জ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডেমরা এলাকার ডগাইর মোড়ে মহাসড়কে উঠে সড়ক অবরোধের চেষ্টা করেছে অটোরিকশা চালকরা। সোমবার (২০ মে) ঢাকায় অটোরিকশা চালকদের সাথে একাত্মতা প্রকাশ করে সড়ক অবরোধের চেষ্টা করেন তারা। এসময় সড়কে আগুন ধরিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করার চেষ্টা করেন অবরোধকারীরা।

পরবর্তীতে দুপুরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

এব্যাপারে শিমরাইল ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) শরফুদ্দিন জানান, ডেমরা এলাকার ডগাইর মোড়ে এ ঘটনা ঘটে। সেখানে রাস্তার পাশে পড়ে থাকা ময়লা সড়কের মাঝে এনে আগুন ধরিয়ে বিক্ষোভের চেষ্টা করে অটোচালকরা। তারা মহাসড়কে আসতে পারে নি ঘটনাস্থলে ডিএমপির পুলিশ আছে।

RSS
Follow by Email