শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
রাজনীতি

ঢাকায় না.গঞ্জ জেলা-মহানগর বিএনপির আনন্দ মিছিল

লাইভ নারায়ণগঞ্জ: বিজয় দিবস উপলক্ষে পৃথকভাবে আনন্দ মিছিল করেছে জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা। শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরে ঢাকার নয়াপল্টনের সামনে মিছিল করে নেতাকর্মীরা।

মিছিলের নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন এবং মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান। মিছিলে নেতাকর্মীরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল ও সরকারের পদত্যাগসহ কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া মুক্তির দাবি জানান।

RSS
Follow by Email