বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
Led02রাজনীতি

ঢাকায় সাখাওয়াত-টিপুর নেতৃত্বে মহানগর বিএনপির মিছিল

লাইভ নারায়ণগঞ্জ: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব আবু আল ইউসুফ টিপুর নেতৃত্বে এক বিশাল মিছিল বের হয়।

শুক্রবার (৮ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কর্মসূচিতে এ মিছিল নিয়ে অংশ নেয় মহানগর বিএনপির নেতাকর্মীরা।

জুমার নামাজের পরপর র‌্যালীতে অংশ নিতে ঢাকা বিআরটিসি ভবনের সামনে জড়ো হতে শুরু করেন বিএনপি নেতাকর্মীরা। পরে মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে মিছিল নিয়ে র‌্যালীতে অংশ নেন তারা।

এসময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিভিন্ন ইউনিটের ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিলে উপস্থিত ছিলেন।

RSS
Follow by Email