ড. ইউনূসের প্রতি জনগণের আস্থা ও প্রত্যাশা আছে: মুফতি মাসুম বিল্লাহ
লাইভ নারায়ণগঞ্জ: নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের প্রতি দেশের মানুষের আস্থা ও প্রত্যাশা রয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ। তিনি বলেছেন, ড. ইউনূস চাইলেই একটি রাষ্ট্রকে অনিশ্চয়তার মধ্যে রেখে চলে যেতে পারেন না, এবং এটি ক্ষোভ-অভিমানের জায়গা নয়। তবে, কেউ যদি তাকে পদত্যাগে বাধ্য করে বা চাপ প্রয়োগ করে, তবে জনগণ এবং রাজনৈতিক দলগুলো তা পর্যবেক্ষণ করবে বলে তিনি জানান।
শনিবার (২৪ মে) বিকাল ৪টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্দর থানার উদ্যোগে আয়োজিত থানা ও ওয়ার্ড দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মুফতি মাসুম বিল্লাহ উপরোক্ত কথা বলেন।
এ সময় আরও আলোচনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ এবং সহ-অর্থ ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক।
কর্মশালায় বক্তৃতাকালে মহানগর সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, রাজনৈতিক দলগুলোর চাওয়া-পাওয়ার বিষয় থাকলেও, অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলে দাবি-দাওয়া আদায়ের রাজনীতি এবং পরস্পরবিরোধী রাজনৈতিক সংস্কৃতি থেকে সরে আসা উচিত।
এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন দেশের রাজনৈতিক অঙ্গনে ড. ইউনূসকে ঘিরে বিভিন্ন আলোচনা চলছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের এই বক্তব্য ড. ইউনূসের বর্তমান অবস্থান এবং ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।