রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
Led03জেলাজুড়ে

ডেভিল হান্ট প্রসঙ্গে না.গঞ্জ এসপি, ‘অপারেশনের কথা শুনে কেউ বাসায় নেই’

লাইভ নারায়ণগঞ্জ: সারা দেশে চলমান অপারেশন ডেভিল হান্ট প্রসঙ্গে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, ‘অপারেশনের কথা শুনে কেউ বাসায় বসে নেই, সকলে পালিয়ে বেড়াচ্ছে। তবে আমাদের কার্যক্রম চলবে। আমাদের নির্দেশনা না দেওয়া পর্যন্ত অপারেশনের কার্যক্রম চালু রাখবো।’

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে লাইভ নারায়ণগঞ্জকে দেওয়া এক বক্তব্য এ কথা বলেন এসপি প্রত্যুষ কুমার মজুমদার।

এর আগে সকালে সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে নারায়ণগঞ্জ-গাজীপুরসহ সারা দেশে শুরু হয় ‘অপারেশন ডেভিল হান্ট’। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ পরিচালক ফয়সল হাসানের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় আজ শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ শনিবার থেকেই গাজীপুর এলাকাসহ সারা দেশে এই অভিযান শুরু হবে

RSS
Follow by Email