ডেঙ্গু রোগীদের খোঁজ নিলে এনসিপির নারী নেতৃবৃন্দ, জোর দিলেন কাঠামোগত উন্নয়নে
লাইভ নারায়ণগঞ্জ: যখন ডেঙ্গুর প্রকোপ পুরো শহরকে চিন্তায় ফেলেছে, ঠিক তখন নারায়ণগঞ্জের স্বাস্থ্যসেবার কেন্দ্রবিন্দু খানপুর ৩০০ শয্যা হাসপাতালে রোগীদের খোঁজ-খবর নিতে ও সেবার মান পর্যবেক্ষণ করতে ছুটে গেলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেত্রী লুবনা ও তার নেতৃবৃন্দ। হাসপাতালের চিকিৎসকদের আন্তরিকতা ও মানবিক সেবা প্রশংসিত হলেও, অবকাঠামোগত উন্নয়নের অপরিহার্যতা নিয়ে কথা বলেছেন এই নেতারা।
রবিবার (১২ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেত্রী লুবনা ও তার নেতৃবৃন্দ খানপুর ৩০০ শয্যা হাসপাতালে পরিদর্শনে যান। এ সময় তাদের সঙ্গে যুবশক্তির নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে এনসিপি নেতী এক বিবৃতিতে জানান, তারা ডেঙ্গু রোগীদের অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন এবং হাসপাতালের সামগ্রিক পরিবেশ ঘুরে দেখেছেন।
এনসিপি নেতৃবৃন্দ হাসপাতালের চিকিৎসা সেবার ভূয়সী প্রশংসা করে বলেন, “হাসপাতালের চিকিৎসাসেবা সত্যিই প্রশংসনীয়। এই কঠিন সময়ে ডাক্তার ও নার্সরা যে মানবিকতার সঙ্গে রোগীদের সেবা দিচ্ছেন, তা অতুলনীয়।”
যদিও মানবিক সেবার দিকটি ইতিবাচক, তবে নেতারা হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়ন আরও প্রয়োজন বলে মত দেন। পর্যাপ্ত আধুনিক সুবিধা নিশ্চিত করা গেলে রোগীদের সেবার মান আরও উন্নত হবে বলে তারা উল্লেখ করেন।
হাসপাতালের পরিবেশ পর্যবেক্ষণ এবং ডেঙ্গু রোগীদের খোঁজ খবর নেওয়ার সময় এনসিপি’র সংগঠক মুন, ঝুমুর এবং আবিদ উপস্থিত ছিলেন। ভবিষ্যতে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে প্রশাসনকে আরও বেশি মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপি’র এই নেতৃবৃন্দ।