ডেঙ্গু মোকাবিলায় পাঁচ সংগঠনের ঐক্য, অব্যবস্থাপনা নিয়ে সিভিল সার্জনকে স্মারকলিপি
লাইভ নারায়ণগঞ্জ: স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা, বিশেষ করে ডেঙ্গু পরিস্থিতি ও ভিক্টোরিয়া হাসপাতালের অনিয়ম নিরসনে একজোট হলো পাঁচটি শীর্ষ সামাজিক সংগঠন। নিজ নিজ স্বকীয়তা বজায় রেখে জরুরী বিভিন্ন সমস্যায় যৌথভাবে কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনগুলো। সংগঠনগুলো হলো—নারায়ণগঞ্জ নাগরিক কমিটি, আমরা নারায়ণগঞ্জবাসী, নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলন, নগর ভাবনা এবং ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে এই পাঁচটি সংগঠনের প্রতিনিধিরা জেলা সিভিল সার্জন ডা. আ.ফ.ম মশিউর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে নগরের স্বাস্থ্যসেবার উন্নয়ন ও ভিক্টোরিয়া হাসপাতালের অনিয়ম বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য পাঁচ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি পেশ করেন।
নাগরিক প্রতিনিধি দলের পেশ করা পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে, ভিক্টোরিয়া হাসপাতালে দ্রুত আইসিইউ (ICU) চালু করা। রক্তের প্লাটিলেটসহ অন্যান্য পরীক্ষার জন্য হাসপাতালে ‘অ্যাফেরেসিস মেশিন’ স্থাপন করা। হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধি করা। ডেঙ্গুর জন্য স্থায়ীভাবে আলাদা ইউনিট তৈরি করা। রোগী এলেই দ্রুত তাকে অন্যত্র রেফার্ড করা বন্ধ করা।
স্মারকলিপিতে বলা হয়, “বর্তমানে নারায়ণগঞ্জে স্বাস্থ্য খাতের বিভিন্ন দিকে অব্যবস্থাপনা দৃশ্যমান। নারায়ণগঞ্জবাসী যথাযথ স্বাস্থ্যসেবা থেকে প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছে। ডেঙ্গুর প্রকোপ থেকে পরিত্রাণের জন্য সরকারি উদ্যোগ অকার্যকর, অপ্রতুল এবং দায়সারা।”
নেতৃবৃন্দ অভিযোগ করেন, “ভিক্টোরিয়া হাসপাতাল সিভিল সার্জনের নিয়ন্ত্রণে থাকা সত্ত্বেও এখানে আইসিইউ সেবা বন্ধ। অ্যাফেরেসিস মেশিন ও পূর্ণাঙ্গ ব্লাড ব্যাঙ্ক না থাকায় ডেঙ্গু রোগীরা ঢাকা গিয়ে উচ্চ মূল্যে সেবা নিতে বাধ্য হচ্ছে, যা বহু রোগীর পক্ষে সম্ভব হচ্ছে না।” স্মারকলিপিতে আরও বলা হয়, প্রায় সারা বছরই ডেঙ্গু রোগী পাওয়া গেলেও হাসপাতালে স্থায়ী কোনো ডেঙ্গু ইউনিট নেই। এছাড়া, হাসপাতালের পরিবেশ অপরিচ্ছন্ন, অস্বাস্থ্যকর এবং ডেঙ্গুর লার্ভা তৈরির জন্য যথেষ্ট উপযোগী।
দাবি পেশের সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলনের আহ্বায়ক রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এড. এবি সিদ্দিক, আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি মোহাম্মদ নুরুদ্দিন আহমেদ, নগর ভাবনার আহ্বায়ক অসিত বরণ বিশ্বা, ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জের আহ্বায়ক মাকসুদুল আলম খন্দকার, জাহিদুল হক দীপু, নাসির উদ্দিন মন্টু, ধীমান সাহা জুয়েল প্রমুখ।
নাগরিক প্রতিনিধিদের বক্তব্য শোনার পর সিভিল সার্জন ডা. আ.ফ.ম মশিউর রহমান জানান, তার নিয়ন্ত্রণের মধ্যে থাকা বিভিন্ন বিষয় এখনি এবং অন্যান্য বিষয়াদি পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট (পিডব্লিউ)-এর সহায়তায় দ্রুত সমাধানের আশ্বাস দেন।