রবিবার, নভেম্বর ৯, ২০২৫
Led05সদর

ডেঙ্গু মোকাবিলায় দ্বিতীয় দিনেও মশারী বিতরণ ‘আমরা নারায়ণগঞ্জবাসী’র

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহর ও শহরতলীতে ডেঙ্গু মশার মহামারী থেকে রক্ষার জন্য জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে “আমরা নারায়ণগঞ্জবাসী” সংগঠন। নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. মতিউর রহমানের আর্থিক সহায়তায় এই সংগঠনের পক্ষ থেকে দ্বিতীয় দিনে উন্নতমানের মশারী বিতরণ করা হয়েছে।

রোববার (৯ নভেম্বর) সকাল ১১ ঘটিকায় জল্লারপাড় (লেকপাড়) এলাকায় এই মশারী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরউদ্দিন আহমেদ-এর সভাপতিত্বে দুই শতাধিক অস্বচ্ছল ব্যক্তির মাঝে উন্নতমানের মশারী বিতরণ করা হয়।

সভাপতি তার বক্তব্যে বলেন, “আমরা নারায়ণগঞ্জবাসী” সংগঠন সব সময় নাগরিক সমস্যা নিয়ে আন্দোলন এবং বিভিন্ন দুর্যোগে মানব সেবা করে থাকে। তিনি জানান, বর্তমানে জল্লারপাড় (লেকপাড়) এলাকাটি ডেঙ্গু রোগের হটস্পট হওয়ায় অত্র এলাকা ও এর আশেপাশের অস্বচ্ছল মানুষের মাঝে এই মশারী বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বিতরণ অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক জনাব মোঃ নাসির উদ্দিন মন্টু তার বক্তব্যে নারায়ণগঞ্জের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, ডেঙ্গু, চিকনগুনিয়া, টাইফয়েড ইত্যাদি মশাবাহিত রোগ নারায়ণগঞ্জে ভয়াবহ আকার ধারণ করেছে। ইতিমধ্যে বহু মূল্যবান প্রাণ ঝড়ে গেছে।

তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে এই বিষয়ে আরো বেশি দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য উদাত্ত আহ্বান জানান। একই সাথে মশা নিধনে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার জন্য অনুরোধ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদকমণ্ডলীর সদস্য মোঃ শফিকুল ইসলাম শফিক, মোঃ আনোয়ার হোসেন দেওয়ান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ওয়াহিদুজ্জামান জামান, সহ-সাংগঠনিক সম্পাদক মাকিদ মোস্তাকিম শিপলু, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ ইমরান শরীফ সহ হাজী আব্দুর রহমান শ্যামল, জাহাঙ্গীর হোসেন খোকন, নজরুল ইসলাম রোমান সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

RSS
Follow by Email