মঙ্গলবার, নভেম্বর ৪, ২০২৫
Led05রাজনীতি

ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের গাফিলতির প্রতিবাদে মাঠে নামার ঘোষণা ছাত্র ফেডারেশনের

#ডেঙ্গু প্রতিরোধ কোনো একক দায়িত্ব নয়: সাইদুর

লাইভ নারায়ণগঞ্জ: যখন নারায়ণগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে, ঠিক তখনই সরকারের নিষ্ক্রিয়তা ও প্রশাসনের ‘দায়িত্বে অবহেলা’র বিরুদ্ধে গর্জে উঠেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। সংগঠনটি ডেঙ্গুকে অবিলম্বে জাতীয় মহামারী ঘোষণার দাবি জানিয়েছে এবং পরিস্থিতি মোকাবিলায় জেলা জুড়ে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে।

রবিবার (১২ অক্টোবর) বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে জেলা সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক সৌরভ সেন এক যৌথ বিবৃতিতে এই দাবি ও কর্মসূচির ঘোষণা দেন।

যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, “ডেঙ্গু এখন মহামারী আকার ধারণ করেছে। প্রতিটি ঘরে ঘরে ডেঙ্গুর প্রকোপে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। সময়মতো মশকনিধন, পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম না হওয়ায় জনগণ আজ প্রাণঘাতী ডেঙ্গুর মুখোমুখি। প্রশাসনের দায়িত্বে অবহেলা, গাফিলতি ও কার্যকর পদক্ষেপের অভাবের কারণেই পরিস্থিতি আজ ভয়াবহ রূপ নিয়েছে।”

ছাত্র ফেডারেশনের নেতৃবৃন্দ মনে করেন, “জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত প্রতিষ্ঠানগুলো যদি দায়িত্বজ্ঞানহীন থাকে, তাহলে সেই ব্যর্থতার দায়ও প্রশাসনকেই নিতে হবে।”

এই পরিস্থিতি মোকাবিলায় জনগণের সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক দায়িত্ববোধ জাগিয়ে তুলতে ছাত্র ফেডারেশন জেলা জুড়ে একটি ধারাবাহিক কর্মসূচি হাতে নিয়েছে, জেলার বিভিন্ন স্কুল ও কলেজে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করা হবে। ডেঙ্গুর লার্ভা ধ্বংসের কাজ করার জন্য ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে বিশেষ ভলান্টিয়ার টিম গঠন করা হবে। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়ন করা হবে। স্থানীয় প্রশাসন ও কমিউনিটির সাথে সমন্বয় করে ডেঙ্গু বিরোধী গণআন্দোলন গড়ে তোলা হবে।

ছাত্রনেতা সাইদুর রহমান বলেন, “ডেঙ্গু প্রতিরোধ কোনো একক দায়িত্ব নয়—এটি আমাদের সবার সামাজিক দায়িত্ব। প্রশাসনের ব্যর্থতা ও গাফিলতির বিরুদ্ধে জনদাবি তৈরি করতে হবে, যাতে ভবিষ্যতে এই ধরনের অব্যবস্থাপনা আর না ঘটে। নাগরিকদের সক্রিয় অংশগ্রহণই পারে এই মহামারী প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে।”

RSS
Follow by Email